Web bengali.cri.cn   
আবদুল মোতালেব সরকার চীনের দু'টি অধিবেশনের ওপর মনোযোগ দেন
  2011-03-15 15:38:17  cri

(বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াংইউয়ে এবং মিনিষ্টার আবদুল মোতালেব সরকার )

চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের আমন্ত্রণে চীনে বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার আবদুল মোতালেব সরকার আমাদের 'দু'টি অধিবেশন'-এর বিশেষ স্টুডিওতে এসেছিলেন। তিনি চীনের অর্থনীতি উন্নয়নের পদ্ধতির পরিবর্তন, চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইন ব্যবস্থার প্রতিষ্ঠা, গণ কূটনীতি, প্রতিবেশীমূলক বন্ধুত্বপূর্ণ নীতি ও চীন-বাংলাদেশ আর্থ-বাণিজ্যিক যোগাযোগ এবং তাঁর চোখে চীনের 'দু'টি অধিবেশন' সম্পর্কে মত ব্যক্ত করেছেন।

চীনের অর্থনীতি সম্পর্কে সরকার বলেন, চীনের জিডিপি এখন বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্ব ব্যাংকিং সংকট ঘটার পর চীন সংঘর্ষ সমাধানের আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও চীন বাংলাদেশের অবকাঠামো ও পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের নির্মাণে বেশি সহায়তা করেছে। বাংলাদেশের বন্ধুত্বপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে চীন আমাদের প্রচুর সহায়তা করে।

 

চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইন ব্যবস্থার প্রতিষ্ঠা হল চীনের জাতীয় গণ কংগ্রেসের এবারের বার্ষিকী অধিবেশনের প্রধান আলোচ্য বিষয়। এ সম্পর্কে সরকার বলেন, চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রিক আইন ব্যবস্থা চীনের জাতীয় অবস্থা থেকে জনগণের স্বার্থের ভিত্তিতে প্রণয়ন করা হয়। আমদের উচিত এ আইন ব্যবস্থা থেকে অভিজ্ঞতা নেয়া।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040