Web bengali.cri.cn   
ইয়ুন নান প্রদেশের ইসলাম ধর্মীয় সমিতি মুসলমানকে সুষ্ঠু সেবা প্রদান করছে
  2012-04-18 19:38:59  cri

সাম্প্রতিক বছরগুলোতে ইয়ুন নান প্রদেশের ইসলামি শিক্ষা ব্রত নতুন উন্নয়নও অর্জন করেছে। স্থানীয় মন্দিরে আরবী বিদ্যালয় ' বহুমুখী আকারের মুসলমান প্রযুক্তিবিদ' প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেয়। এ সম্পর্কে মা লি কু বলেন:

"আমাদের প্রশিক্ষিত প্রযুক্তিবিদ কেবল যে আরবী বিদ্যালয়ে শিক্ষকের কাজ করতে পারেন তা নয় ,তা দেশের কোন এক বিভাগে আরবী অনুবাদের কাজ করতে পারেন"।

ইয়ুন নান প্রদেশের ইসলাম ধর্মীয় সমিতি আরও মুসলমানকে সুষ্ঠু চিকিত্সা সেবা প্রদান করেছে। যেমন ইয়ুন নানের প্রথম মুসলমান হাসপাতাল—'কুয়ান হুয়াই' হাসপাতাল সম্প্রতি ইয়ুন নান প্রদেশের খাই ইউয়ান শহরে চালু হয়। এ সম্পর্কে মা লি কু বলেন:

" কেন এই হাসপাতাল খুলেছি? কারণ আমাদের ২০ হাজার মুসলমান বুড়ো-বুড়ির মধ্যে কেউ কেউ পরিবারের ছেলে-মেয়ের যত্ন পাবে না। সুতরাং, তাদের জন্য আমরা এই যত্ন সেবার কাজ গ্রহণ করেছি"।

মা লি কু আরও বলেন, ইয়ুন নান প্রদেশের ইসলাম ধর্মীয় সমিতি সামাজিক উন্নয়ন ও জনসাধারণের বাস্তব চাহিদার সঙ্গে খাপ খায় ব্যাপক মুসলমানের কাছে সুষ্ঠু সেবা প্রদান করবে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040