|
বন্ধুরা, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুন নান প্রদেশ হচ্ছে চীনের হুই জাতির জনসাধারণের এক অধ্যূষিত এলাকা। সম্প্রতি ইয়ুন নান প্রদেশের ইসলাম ধর্মীয় সমিতির উপ-মহাপরিচালক মা লি কু চীন আন্তর্জাতিক বেতার সি আর আই'কে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এ সমিতি শিক্ষা ও চিকিত্সা সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় মুসলমানের জন্য সুষ্ঠু সেবা প্রদান করেছে। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
মা লি কু বলেন, চীনে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীল উন্নয়নের সুষ্ঠু পরিবেশে চীনের ব্যাপক মুসলমান তাঁদের ইতিহাসের এক স্বর্ণ সময়পর্বে দাঁড়ান। এ সম্পর্কে তিনি বলেন:
"মন্দিরে ধর্মীয় তত্পরতা করলে কেউ আমাদেরকে হস্তক্ষেপ করেন না। এটি আমাদেরকে ধর্মের অবাধ স্বাধীনতা সুনিশ্চিত করেছে"।
তিনি আরো বলেন, সুসলমানকে আরও কল্যাণ সৃষ্টি করার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে ইয়ুন নান প্রদেশের বিভিন্ন পর্যায়ের ইসলাম ধর্মীয় সমিতি ও সংস্থা সক্রিয়ভাবে কাজের পদ্ধতি পরিবর্তন করে চীনা মুসলমানকে আরও সুসম্পূর্ণ সেবা দেয়ার প্রচেষ্টা করছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |