Web bengali.cri.cn   
আর্জেটিনা জনগণের চোখের চীন
  2012-04-18 19:27:14  cri

মার্টিন মুছাওবাচ হচ্ছেন আর্জেটিনার একজন পিয়ানো বাদক। তিনি অন্য দু'জনের সঙ্গে একটি জাজ ব্যান্ড দল গঠন করেছেন। প্রত্যেক সপ্তাহে তাঁরা পেইচিং 'কুও মাও' ভবনের একটি উচ্চ পর্যায়ের ক্লাবে পরিবেশনা করেন। চীনে আসা সম্পর্কিত আলোচনায় তিনি বলেন , 'আমার বন্ধুর সাথে এক ছোট ব্যান্ডদল গঠন করেছি। ওয়েব-সাইটের মাধ্যমে সংগীত তৈরীর সহযোগী খুঁজে বের করার আশা প্রকাশ করেছি। একদিন হঠাত্ আমার মোবাইল ফোন ঢং ঢং করে প্রতিপক্ষ ইংরেজি ভাষায় বললেন 'আসালাম আলাইকুম, আমরা হংকং থেকে ফোন করেছি। আশা করি আপনি ২০ দিনের মধ্যে হংকংয়ে পৌঁছাবেন'। এ ভাবেই হংকংয়ের একটি কোম্পানির আমন্ত্রণে ২০০৭ সালের আগস্ট মাসে মার্টিন পেইচিংয়ে এসে পেইচিং 'কুও মাও' ভবনে পিয়ানো বাদকের কাজ শুরু করেন।

এ ছাড়া, চীনা চলচ্চিত্র ও ক্রীড়াসহ বিভিন্ন তথ্যের অব্যাহত বাড়ানোকে আর্জেটিনার যুবক চীন ও চীনা ভাষার ওপর আগ্রহ থাকার এক গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। ১৪ বছর বয়সী হচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। চীনা সংস্কৃতি ছাড়া তিনি অনেক চীনা চলচ্চিত্র ও ক্রীড়া স্টার বেশি জানেন। এ সম্পর্কে তিনি বলেন

" লি না আমি সব জানি।আমি চীনা ভাষাও পছন্দ করি। কারণ এটি একটি স্ববৈশিষ্ট্যসম্পন্ন ভাষা। চীনা সংস্কৃতিও খুবই মজা"।

এ পর্যন্তই আর্জেটিনায় ইতোমধ্যেই দু'টি কনফুসিয়াস ইন্সটিটিউট রয়েছে। এখানকার বিস্তারিতভাবে চীনা ভাষা ও চীনা সংস্কৃতির শিক্ষাদান কাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের মহাপরিচালক মনে করেন, বর্তমানে আর্জেটিনার জনগণের চীনকে জানার ওপর যথেষ্ট নয়। এ সম্পর্কে তিনি বলেন:

"আসলে আর্জেটিনার জনগণ চীন-আর্জেটিনা আর্থ-বাণিজ্যিক বিনিময়ের মধ্য দিয়ে চীনকে জানতে সক্ষম। সুতরং, চীনা সংস্কৃতি জানার ওপর আমাদের বেশ ঘাটতি রয়েছে। তবে কনফুসিয়াস ইন্সটিটিউটের সাহায্যে আমাদের এক উন্নয়নের চীনকে জানতে সুবিধা হয়"।

এ বছর ঠিক হচ্ছে চীন ও আর্জেটিনার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। আশা করি, দু'দেশের সরকারী ও বেসরকারী বিনিময় আরও বহুমুখী ও গভীর হবে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040