|
ভারতীয় জনগণের উত্সাহ ও বন্ধুত্ব উপলব্ধি করার পাশাপাশি চীনের তরুণ প্রতিনিধিরা ভারতীয় বন্ধুদের আন্তরিকতা অনুভব করেন। ভারত সফরকালে পেইচিং তে হান থাং সাংস্কৃতিক শিল্প গ্রুপের চেয়ারম্যান থাং ইউন খো তাঁর স্ত্রীর জন্য একটি দামী শাড়ি কেনেন। দর্জির কাছ থেকে সেটি সেলাইয়ের জন্য তিনি একজন রিক্সাওয়ালার কাছে সাহায্য চান। নানা কর্মসূচির চাপে দর্জির কাছ থেকে শাড়িটি নিয়ে আসার সময় ছিলো না তার। তাই তিনি সেই রিক্সাওয়ালাকে দর্জির মজুরি দিয়ে শাড়িটি এনে দেওয়ার জন্য বলেন। কয়েক হাজার রুপির একটি শাড়ি একজন রিক্সাওয়ালার জন্য খুব দামি জিনিস। সফরকালে দেশটির জনগণের সঙ্গে মেলামেশার অভিজ্ঞতা এবং পারস্পরিক আস্থার কারণে থাং ইউন খোর একবারও মনে হয়নি রিক্সাওয়ালা শাড়িটি ফেরত না দিতে পারেন। তার বিশ্বাস ঠিকই ছিল। তিনি দেখেন রিক্সাওয়ালা ঠিক সময়মত তাঁর শাড়িটি নিয়ে এসেছেন। থাং ইউন খো বলেন,
'আমি মনে করি, ভারতীয় জনগণ খুব বন্ধুত্বভাবাপন্ন। সফরকালে প্রতিটি দিন আরো ভালভাবে ভারতকে জানতে পেরেছি এবং ভারতীয় জনগণের প্রতি আমার ভালোবাসা ও আস্থাও বেড়েছে।'
থাং ইউন খো মনে করেন, অন্যের ওপর আস্থা রাখলে আন্তরিকতা লাভ করা যায়। কারণ বিনিময়ের মাধ্যমে সমঝোতা এবং যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়।
লিলি/এসআর
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |