|
চলতি বছর হলো চীন ও ভারতের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বর্ষ। এ উপলক্ষ্যে দু'দেশের বৃহত্তম সাংস্কৃতিক বিনিময় প্রকল্পে অংশগ্রহণকারী হিসেবে পাঁচ শ' চীনা তরুণ-তরুণী ভারত গিয়ে সেখানকার বৈশিষ্টসম্পন্ন সংস্কৃতি ও দু'দেশের জনগণের সুগভীর মৈত্রী উপলব্ধি করেছেন। তু ইউ বো নামে হো পেই প্রদেশের একজন তরুণ শিক্ষক বলেন,
'আমার প্রথম অনুভূতি হলো ভারত খুব সুন্দর। সাদা তাজমহল এবং ত্রিভান্দ্রামের নীল আকাশ খুব সুন্দর।'
এবারের ভারত সফরকারী চীনা তরুণ প্রতিনিধিদের চোখে ওই দেশটির জনগণ খুব অতিথিপরায়ণ। ভারতের বিভিন্ন স্থান সফরকালে স্থানীয় জনগণ সুস্বাদু খাবার ও সুগন্ধ দুধ-চা দিয়ে প্রতিনিধিদলের তরুণ-তরুণীদের আপ্যায়ন করেন। পেইচিং শি ছা হাই ক্রীড়া স্কুলের ছাত্র ছেন রু লোং ভারতীয় জনগণের আরামদায়ক জীবন খুব পছন্দ করেন। তিনি বলেন,
'আমি মনে করি, ভারত অনেক ভালো। এখানকার জনসাধরণের জীবন খুব আরামদায়ক।'
এবারের ভারত সফর ছেন রু লোংয়ের জন্য বিশেষ তাত্পর্যপূর্ণ। তাঁর ১৮তম জন্মদিন দক্ষিণ ভারতের সুন্দর উপকূলীয় শহর ত্রিভান্দ্রামে কাটান। প্রতিনিধিদলের ভাই-বোনেরা তাঁর জন্মদিন উদযাপন করেন। আর সফরসঙ্গী ভারতীয় বন্ধুরা আলাদা আলাদাভাবে হিন্দি ভাষা ও মালায়ালাম ভাষায় তাঁকে 'শুভ জন্মদিন' জানান। চীনা ও ভারতীয় বন্ধুদের শুভকামনায় ছে রু লোং তাঁর অবিস্মরণীয় ১৮তম জন্মদিন কাটান। তিনি বলেন,
'ভারতে আমার ১৮তম জন্মদিন উদযাপনের স্মৃতি জীবনে কখনও ভুলব না। খুব আনন্দিত ছিলাম।'
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |