|
লন্ডন বই মেলার এক সহযোগিতামূলক অংশীদার হিসেবে ব্রিটেন সংস্কৃতি সমিতি গত ৩ বছরে 'চীনা বাজারের কেন্দ্রবিন্দু' সংক্রান্ত কর্মসূচীর উদ্যোগ নেয়ার প্রচেষ্টা চালিয়ে এসেছে। এ সমিতির প্রধান সুসি নিকলিন বলেন, এবারের বই মেলা যত বেশি সম্ভবত চীনের বিভিন্ন যুগের লেখকের কথা পৃথক পৃথকভাবে ব্রিটিশ পাঠকের কাছে ব্যখ্যা করবে। এ সম্পর্কে তিনি বলেন:
" কিছু চীনা বিখ্যাত লেখককে লন্ডনে আমন্ত্রণ জানালে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এ সব সাংস্কৃতিক কর্মসূচীর মধ্য দিয়ে তাঁরা ব্রিটিশ দর্শকের সঙ্গে সরাসরিভাবে দেখা করতে পারবেন। এটি আমার অনেক আনন্দিত"।
চীনা বিখ্যাত লেখক পি ফেই ইয়ু এদিনও এবারের তথ্যজ্ঞাপন সভায় অংশ নেন। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের লন্ডন বই মেলা লন্ডন অলিম্পিক গেমসের মত উভয় ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারবে। এ সম্পর্কে তিনি বলেন
"এপ্রিল মাসে লন্ডন বই মেলা আয়োজিত হবে। আমি বিশ্বাস করি, এটি একটি মহা জীবনক্ষেত্রের মর্ম সংলাপ। এ বছরের আগস্ট মাসে লন্ডনে আরও অলিম্পিক গেমস আয়োজিত হবে। এটি এক খুবই মহা শরীরের সংলাপ। সুতরাং, চলতি বছর লন্ডনে মর্ম ও শরীরের সংলাপ উভয়েই রয়েছে। তাই এ বছরের এক চাবিকাঠি শব্দ নিশ্চয়ই হচ্ছে লন্ডন"।–ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |