Thursday Apr 24th   2025 
Web bengali.cri.cn   
বিনিময় হচ্ছে চীন-ভারত যুবদেরর যৌথ আকাংক্ষা
  2012-03-21 19:22:46  cri

এ ব্যাপারে চীনা যুব প্রতিনিধি দলের সদস্য এবং পেইচিং হাসপাতালের একজন কর্মী লি মিন নিজের অনুভূতি ব্যাখ্যা করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:

"আমি মনে করি, ভারতের অধিবাসীরা সাধারণত দয়ালু। তাঁদের মধ্যে কিছু মানুষও চীনে এসেছেন। চীন সম্পর্কে তাঁদের কিছু জানারও রয়েছে। তবে কিছু দরিদ্র মানুষ, তাঁদের চীনকে জানার বিষয় সম্ভবত একটু সীমিত ও ভুল। অব্যশই, ভারতের সম্পর্কে আমার কিছু চেতনাও সীমিত বলে আমি মনে করি। তবে তাঁদের সঙ্গে আমি যোগাযোগ করতে চাই। কিন্তু এমন ধরণের সুযোগ বেশি নয়, সুতরাং, আমি মনে করি, এবারের বিনিময় দু'পক্ষের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এটি ইতোমধ্যেই শুধু তরুণ-তরুণীর মধ্যে যোগাযোগ নয়, এর বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও বিনিময় থাকা দরকার"।

চীন ও ভারতের মধ্যে বিনিময় সুদীর্ঘকালের। খৃষ্টান ৭ ও ৮ শতাব্দীর সুই ও থাং রাজবংশ সময়পর্বে দু'দেশের বিনিময় খুবই গভীর ছিল বলে মনে করা হয়। এর মধ্যে ভারত থেকে আসা বৌদ্ধ ধর্ম এক অপরিহার্য ভূমিকা পালন করেছে। এবারের চীনা যুব প্রতিনিধি দলের মধ্যে একজন ভিক্ষু আছে, তিনি চীনের হে নান প্রদেশের চিয়াও চু শহরের 'পেই শান ইউয়ান রুং' মন্দিরের নেতা। চীন-ভারত বিনিময়ের মধ্যে 'সুয়ান চাং' ভিক্ষুর অবস্থান সম্পর্কিত আলোচনায় তিনি বলেন:

" 'সুয়ান চাং' ভিক্ষুর দু'টি ব্যাপার চীনাদের খুবই গর্বিত। প্রথম ব্যাপার হচ্ছে তিনি নালন্দা মন্দিরে পৌঁছানো। এখানে তিনি একজন খুবই বিখ্যাত বৌদ্ধ ধ ভিক্ষু হিসেবে শপথ নিয়েছেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে 'সুয়ান চাং' ভিক্ষুর স্বদেশে ফিরে যাওয়ার পর ' থাং রাজবংশের পশ্চিমাঞ্চলের ভ্রমণ'নামক বই লিখেছেন। এ বইর মধ্যে সেসময়কার ভারতের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি ও স্থাপত্যসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে লিপিবদ্ধ"।

বৌদ্ধ ধর্ম মহল ছাড়া বাবা সাহেব আম্বেদকার মারাঠিয়ালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ভিজয় পান্ঠারি মনে করেন, চীন-ভারত দু'দেশের অনেক ক্ষেত্রের বিনিময় ও যোগাযোগ উভয়েরই জোরদার করা দরকার। এ সম্পর্কে তিনি বলেন:

"চীন ও ভারতের বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। কেবল যে সংস্কৃতি ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের যোগাযোগ ও বিনিময় দরকার তা নয়, তা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ বিশেষ করে কিছু উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরীক্ষাগার গঠনের ক্ষেত্রেও বিনিময় জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে। কিছু লোক মনে করেন যে, চীন-ভারত দু'দেশ হচ্ছে একটি প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক থাকা দেশ। তবে আমি এভাবে মনে করি না, আমি মনে করি, সহযোগিতা দু'দেশের ভবিষ্যতের উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ ও তাত্পর্যবহ। আমাদের উচিত সহযোগিতামূলক অংশীদারে পরিণত হওয়া"।–ওয়াং হাইমান/আবাম


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040