|
সু খে'র তৈরী চলচ্চিত্র বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। এর মধ্যে বিশেষ করে কুং ফু চলচ্চিত্র এ ক্ষেত্রের একটি নতুন যুগের সূচনা করেছে।এ সম্পর্কে চলচ্চিত্র সমালোচক লি সিয়াও ফেই বলেন:
"সু খে'র চলচ্চিত্রের অধিকাংশই বাইরে সুটিং করা। তাঁর চলচ্চিত্রের মধ্যে অনেক আধুনিক ধারণা যোগ হয়েছে। কারণ তিনি পশ্চিমা শিক্ষা গ্রহণকারী একজন শিক্ষার্থী। তাঁর চলচ্চিত্র থেকে দেখা যায় যে, পশ্চিমা পদ্ধতির মাধ্যমে পূর্ব সংস্কৃতির বর্ণনা করতে পারা যায়।"
লি সিয়াও ফেই আরো মনে করেন, পরিচালক সু খে'র চিন্তা চেতনা তাঁর জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। ছোটবেলায় তিনি ভিয়েতনামে ছিলেন। তার পর বাবা মার সাথে হংকংয়ে ফিরে আসেন। চীনা সাংস্কৃতিক পরিবেশে বড় হওয়ার পর তিনি আবারও যুক্তরাষ্ট্রে পশ্চিমা শিক্ষা গ্রহণ করেন। এ সম্পর্কে লি সিয়াও ফেই বলেন:
"সু খে'র চিন্তাধারা পুরোপুরিভাবে এই কয়েকটি ভিন্ন সংস্কৃতির ধারায় গড়ে উঠেছে। সুতরাং, তাঁর বিশ্ব সম্পর্কিত ধারনাগুলো তার ভাবনায় বেড়ে উঠেছে, যার কিনা কোন সীমারেখা নেই।
হয়তো জীবনের বিচিত্র অভিজ্ঞতা থাকার কারণে সু খে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পের ওপর নিজের বৈশিষ্ট্যসম্পন্ন অনুভূতি একিভূত করে এত সুন্দর চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সবার হৃদয়কে ছুঁয়ে যেতে পেরেছেন। এ ক্ষেত্রে তার কুং ফু চলচ্চিত্র ছাড়াও তাঁর অন্য চলচ্চিত্রগুলোও সব দর্শকের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছে।–ওয়াং হাইমান/আবাম
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |