Web bengali.cri.cn   
২০১১ সালে চীনা চলচ্চিত্র উত্পাদনের পরিমাণ ও এ থেকে সৃষ্ট টিকিটের আয় উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড সৃষ্টি করেছে
  2012-02-08 19:50:37  cri

তাছাড়া , সিনেমা হল নির্মাণ ক্ষেত্রে গত বছর চীনে নতুন নির্মিত সিনেমা হলের সংখ্যা ৮০৩টি। এর মধ্যে ৯০ শতাংশ সিনেমা হলে ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনের সামর্থ্য রয়েছে। তবে চীনে চলচ্চিত্রের টিকিটের দামের সংস্কার করা জরুরি। কারণ চলচ্চিত্রের টিকিটের দাম একটু বেশি, এ জন্য সাধারণ অধিবাসীরা সিনেমা হলে চলচ্চিত্র দেখার আগ্রহ সুষ্ঠুভাবে পূরণ করতে পারে না।

চলচ্চিত্রের আন্তর্জাতিক বিনিময় ক্ষেত্রে ২০১১ সালে চীনের মোট ৪৮৫টি চলচ্চিত্র নিয়ে বিদেশের ৪৪টি দেশ এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে ৭৫বার চীনা চলচ্চিত্র প্রদর্শনী ও ধারাবাহিক কর্মসূচী আয়োজিত হয়েছে। এর মধ্যে ৫৫টি চলচ্চিত্র ১৮টি চলচ্চিত্র উত্সবে মোট ৮২টি পুরস্কার পেয়েছে। চীনের চলচ্চিত্রের সংখ্যা বেড়ে চলার এ ধারা সাংস্কৃতিক ক্ষেত্রে তার প্রবাভশালী শক্তিকে বজায় রেখেছে। চীনের তৈরী চলচ্চিত্র বিদেশে প্রদর্শন সম্পর্কিত আলোচনায় চীনের চলচ্চিত্রের বিদেশে উন্নয়ন কোম্পানির মহা-ব্যবস্থাপক চৌ থিয়ে চুন বলেন:

"গত বছরের শেষ দিক নাগাদ, আমরা বিদেশে মোট ৫২টি চীনা চলচ্চিত্র বিক্রী করেছি। এ ৫২টি চলচ্চিত্র পৃথক পৃথকভাবে ২২টি দেশে বিক্রী করা হয়। এ থেকে মোট আয় হয়েছে ২০২.৪ কোটি ইউয়ান"।

দেশের সাংস্কৃতিক অবস্থানের উন্নয়ন হচ্ছে বিশ্বের বহুমুখীনতা ও অর্থনৈতিক বিশ্বায়নের পটভূমিতে ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে চীনের নির্ধারিত একটি জাতীয় কৌশল। এর মধ্য দিয়ে বর্তমানে সাংস্কৃতিক উন্নয়নের নতুন বৈশিষ্ট্য গড়ে উঠেছে। চৌ থিয়ে চুন বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প ইতোমধ্যেই বিশ্বে তার স্থান করে নিয়েছে। চীনের চলচ্চিত্রকে আগামী দিনগুলোয় বিদেশের সংশ্লিষ্ট চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সুষ্ঠুভাব বজায় রেখে চীনা চলচ্চিত্রের বিদেশ মুখিনতা আরো বাড়বে। তবে চীনা চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে পা দেয়ার সামর্থ্য এখনও অনেকটা সীমিত। সুগভীর জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন চলচ্চিত্র এখনও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের পছন্দের সঙ্গে সঙ্গতিপূর্ণভাব গড়ে তুলতে পারে নি। এমন চলচ্চিত্রের সংখ্যাও বেশি নয়। বিশ্বে চলচ্চিত্র প্রকাশনার ইন্টারনেট ব্যবস্থার গঠনকাজ এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। চীনা চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার ও বিক্রীর সামর্থ্য ভবিষ্যতে আরো বাড়াতে হবে। এ চীনা চলচ্চিটিত্রের 'বিদেশ মুখিনতার' ক্ষেত্রের সব বাধা কাটিয়ে উঠতেই হবে।–ওয়াং হাইমান/আবাম


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040