|
বন্ধুরা, সবেমাত্র শেষ হওয়া গেল বছরে চীনে বিভিন্ন রকমের চলচ্চিত্র নির্মাণের মোট সংখ্যা ৭৯১টি। এবং টিকিট বিক্রি থেকে মোট আয় ১৩.১১৫ বিলিয়ন ইউয়ান। চলচ্চিত্র নির্মাণের মোট পরিমাণ ও টিকিট বিক্রি থেকে মোট আয় উভয় ক্ষেত্রেই ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এটি ইতোমধ্যেই ২০০২ সালে চীনের চলচ্চিত্র শিল্পের সংস্কারের পর পরই নবম বছরে টিকিটের আয় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মধ্য দিয়ে চীনা চলচ্চিত্র উন্নয়নের তেজস্বীতা ও বিশাল সম্ভাবনা ফুটে ঊঠেছে। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
সম্প্রতি চীনের জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর চলচ্চিত্র বিভাগের মহাপরিচালক থুং কাং ২০১১ সালে চীনা চলচ্চিত্রের সাফল্য তালিকা প্রকাশ করেছেন। তিনি বলেন:
"২০১১ সালে সারা বছরে গল্পের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের মোট সংখ্যা ৫৫৮টি, কার্টুন চলচ্চিত্রের মোট সংখ্যা ২৪টি, বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক চলচ্চিত্রের মোট সংখ্যা ৭৬টি এবং বিশেষ রকমের চলচ্চিত্রের মোট সংখ্যা ৫টি। এর মধ্যে চলচ্চিত্র চ্যানালে তৈরী হওয়া ডিজিটাল চলচ্চিত্রের সংখ্যা ১০২টি। সারা বছরে বিভিন্ন রকমের চলচ্চিত্র নির্মাণের মোট পরিমাণ ৭৯১টি। এ সব চলচ্চিত্রের টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ১৩.১১৫ বিলিয়ন ইউয়ান। এটি ২০১০ সালের তুলনায় ২৮.৯৩ শতাংশ বেশি।
থুং কাং আরো বলেন, কম ও মধ্য ব্যয়ে নির্মিত চলচ্চিত্রের অব্যাহত অগ্রগতি অর্জনের সঙ্গে সঙ্গে চীনে চলচ্চিত্র শিল্প শুধু বড় ধরনের ব্যবসায়ীক চলচ্চিত্রের টিকিট বিক্রি থেকে আয়ের পরিস্থিতি ধাপে ধাপে বেড়েই চলেছে। 'love break up 33 days' ও 'I insist to love for ever'সহ চলচ্চিত্রের মধ্য ব্যয়ে নির্মিত চলচ্চিত্রের সমৃদ্ধির দিকটিই বিষয়টি প্রতিফলিত হয়েছে। এ সব দিক ধাপে ধাপে চীনের তৈরী চলচ্চিত্রের জন্য এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |