Web bengali.cri.cn   
ইতালির রোমে বসন্ত উত্সবের জাঁকজমকপূর্ণ উদযাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  2012-02-08 19:42:25  cri

বন্ধুরা, চীনের ঐতিহ্যবাহী উত্সব-বসন্ত উত্সব চালানোর সঙ্গে সঙ্গে ইতালিতে চীনা সাংস্কৃতিক বর্ষ কর্মসূচীও প্রায় সম্পন্ন হয়। একই সঙ্গে বসন্ত উত্সব উপলক্ষে এ কর্মসূচীর সমাপনী সংক্রান্ত ধারাবাহিক তত্পরতাও বেশি হয়ে উঠেছে। স্থানীয় সময় ১৪ জানুয়ারি বিকালে ইতালির চীনা সাংস্কৃতিক বর্ষ সংক্রান্ত ২০১২ সালের বসন্ত উত্সব উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পরিবেশনা ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থলের গণ মহা চত্বরে অনুষ্ঠিত হয়। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

এদিন বিকালে তিন শ'রও বেশি জনকে নিয়ে গঠিত এক পরিবেশনা দল এবারের বসন্ত উত্সবের উদযাপনী অনুষ্ঠানের সূচনা সৃষ্টি করেছে। এ দলের মধ্যে রয়েছেন প্রবাসী চীনা , চীনা বংশোদ্ভূত , ইতালির চায়নিস কুং ফু'র অনুরাগী এবং অধ্যায়নরত চীনা ছাত্রছাত্রী।

এদিন আড়াইটায় ইতালিতে চীনের রাষ্ট্রদূত তিং ওয়েই, ইতালির পরিবেশ মন্ত্রী কোরাডো ক্লিনি, ইতালির আন্তর্জাতিক সহযোগিতা ও মিলন বিষয়ক মন্ত্রী আন্দ্রেয়া রিকার্ডি ও রোমের মেয়র গিয়ানি আল ইমানোসহ গুরুত্বপূর্ণ অতিথিরা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। উল্লেখ্য যে, চীন আন্তর্জাতিক বেতার সি আর আইর রোম বেতার কনফুসিয়াস ক্লাসরুমের প্রধান ইয়াং সিয়াও নান ও রোম কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রধান যৌথভাবে এবারের অনুষ্ঠান উপত্থাপন করেন। অংশগ্রহণকারী ইতালির পরিবেশ মন্ত্রী ক্লিনি বলেন, এটা এমন এক শান্ত ও আনন্দ কর্মসূচী যার মধ্য দিয়ে চীনা ও রোমানদের মিলনের দিকটিই প্রতিফলিত হয়ে উঠেছে। এটি তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। এ সম্পর্কে তিনি বলেন:

"এবারের অনুষ্ঠান খুবই চমত্কার। তা আমার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। অবশ্যই এবারের অনুষ্ঠান খুবই ভাল। দু'পক্ষের জন্য যোগাযোগের এক উপযুক্ত সুযোগ সৃষ্টি করেছে"।

অনুষ্ঠানে চীনের শাং হাই'র 'সিয়াও হুও পান' নামক শিল্পী দল, চে চিয়াং প্রদেশ ও শান তুং প্রদেশের ছিং তাও শহরের মাও ছিয়াং অপেরা দলসহ বিভিন্ন দল অংশগ্রহণকারী সকল দর্শকের জন্য ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে। সুগভীর চীনা বৈশিষ্ট্যসম্পন্ন পরিবেশনা ইতালির সকল দর্শকের তুমুল হাততালি পেয়েছে।

চীনের পরিবেশনা দলের চমত্কার সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া, ইতালির রাষ্ট্রীয় নৃত্য ইন্সটিটিউট, রোম শহরের পুলিশ সংগীত দল, রোমের ইয়াং নামক থাই ছি পরিবেশনা দল ও ইতালির কুং ফু সমিতিসহ কয়েকটি পরিবেশনা দলও এবারের অনুষ্ঠানে মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করেছে। এর মধ্য দিয়ে বসন্ত উত্সব উপলক্ষে সবাই একসাথে সুষ্ঠুভাবে কাটানোর পরিবেশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশ নেয়া রোম শহরের পুলিশ সংগীত দলের আল এসেন্দ্রো চেরি বলেন:

"এটি সংস্কৃতি উন্নয়নের একটি শুভ তত্পরতা। আমি বিশ্বাস করি, এ উপায়ের আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে চীন ও ইতালির জনগণের ঘনিষ্ঠ সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠবে"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040