Web bengali.cri.cn   
সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা হো শুন গ্রন্থাগার
  2012-02-01 14:46:13  cri

গ্রন্থাগারটি কোনো কোনো স্কুলে বা গ্রামে শাখা গ্রন্থাগার নির্মাণ করেছে। গ্রামবাসীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নানা ধরনের পত্রিকা ও ম্যাগাজিন বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়। এভাবে এ গ্রন্থাগার স্থানগত সীমাবদ্ধতা ছাড়িয়ে সত্যিকারভাবে প্রত্যেক গ্রামবাসীদের কাছে পৌঁছায়। মহাপরিচালক ছুন ইউ বলেন,

'ভবিষ্যতে আমরা পর্যটন ও গণসেবা আলাদা করতে চাই। পুরানো গ্রন্থাগারটিকে পর্যটন স্থান হিসেবে গড়ে তুলবো।'

গ্রামবাসীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা ও টেলিভিশন সেবার সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের তথ্য পাওয়ার চ্যানেলও বৈচিত্র্যময় হয়ে উঠছে। তাই গ্রন্থাগারের ঐতিহ্যবাহী ভূমিকাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। হো শুন গ্রন্থাগার বই পড়ার ঐতিহ্যবাহী উপায় পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতের হো শুন গ্রন্থাগার প্রসঙ্গে মহাপরিচালক ছু ইউ বলেন,

'আমার মনে ভবিষ্যতের যে হো শুন গ্রন্থাগার রয়েছে সেটি আগেকার ভাবমূর্তি বজায় রাখার সঙ্গে সঙ্গে এর অভ্যন্তরীণ স্থাপনা ও সেবা উন্নত ডিজিটাল পাঠাগারের মতো করবে।'

আসলে হো শুনের ওপর এ গ্রন্থাগারের প্রভাব সাধারণ গ্রন্থাগারের চেয়ে অনেক বেশি। এটা সেখানকার সুগভীর সংস্কৃতি ও শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার ঐতিহ্য সৃষ্টি করেছে। মহাপরিচালক ছুন ইউ বলেন,

'আমাদের এই গ্রন্থাগার হো শুনের উন্নয়ন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সংস্কৃতি ও অর্থনীতি পরস্পরকে সাহায্য করে। হো শুনের সাংস্কৃতিক বুনিয়াদের কারণে এখানে এমন ধরনের মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়, যারা হো শুনের আগেকার উজ্জ্বলতা সৃষ্টি করতেন এবং বর্তমানের উজ্জ্বলতা সৃষ্টি করছেন।'

বিশেষ আঞ্চলিক সাংস্কৃতিক পর্যটন শিল্পের উন্নয়নের দিকটি বেগবান করা হো শুনের এক ঐকমত্যের বিষয়ে পরিণত হয়েছে। থোং ছোং পর্যটনের মধ্যে হো শুন গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ ভূমিকা ও মর্যাদা প্রসঙ্গে থোং ছোং পর্যটন ব্যুরোর উপ-পরিচালক শি সিং হোং বলেন,

'হো শুন গ্রন্থাগার থোং ছোংয়ের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি। এটা সাংস্কৃতিক বিষয়সমৃদ্ধ একটি জায়গা।'

পর্যটন ও সংস্কৃতির সুষ্ঠু সংমিশ্রণ ঘটানোর ফলে হো শুন গ্রন্থাগার দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্র থেকে আগত একজন পর্যটক এ গ্রন্থাগার প্রদর্শনের পর এভাবে তাঁর অনুভূতি বর্ণনা করেন,

'হো শুন গ্রন্থাগার দেখা হচ্ছে আমার এবারের সবচেয়ে আগ্রহের কাজ। সুগভীর সংস্কৃতিসমৃদ্ধ ঐতিহাসিক পরিবেশে থাকলে আমি দারুণ উদ্দীপনা অনুভব করি। খুব চমত্কার।'

লিলি/ এসআর


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040