Web bengali.cri.cn   
দ্রুত উন্নয়নের পথে চীনের তথ্য প্রকাশনা শিল্প
  2012-01-11 19:50:18  cri

এ 'মতামত' প্রদানের প্রবর্তন তথ্য প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক বিনিময় পরিস্থিতির জন্য বেশ গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। তথ্য প্রকাশনা সাধারণ বিভাগের বৈদেশিক বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের মহাপরিচালক চাং ফু হাই বলেন:

"এ মতামত প্রথমবারের মতো রাষ্ট্রীয় পর্যায় থেকে বিদেশ মুখীনতার কৌশলকে বিবেচনা করে কাজে লাগানো হয়। এটিও প্রথমবারের মতো বাইরে চলে যাওয়া সংশ্লিষ্ট চলমান নীতির ওপর বিস্তারিত কর্মসূচী প্রণয়ন"।

এ ছাড়া, সাংস্কৃতিক পণ্য ও সেবা রপ্তানি দ্রুত উন্নয়নের লক্ষ্যে এ মতামত আরও সমন্বয়ের জন্য দশটি নতুন নীতি-মালা নির্ধারণ করেছে। এ দশ নীতির মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে বিদেশী পত্রিকাকে আরও সয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার জন্য প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানকে সমর্থন দেয়া, বিদেশী ভাষা শিক্ষা ক্ষেত্রে চালানো প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠান ও দেশি-বিদেশি যৌথ পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর কল্যাণকর নীতি পালন করা ও শক্তিশালী ওয়েব-সাইট প্রকাশনা সংস্থাকে উত্সাহিত করে আন্তর্জাতিক বাজার উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো এবং বিদেশে সংশ্লিষ্ট সেবা ওয়েব-সাইট গড়ে তোলার লক্ষ্যে উত্সাহ ও সহায়তা যোগানো।

চাং ফু হাই বলেন, এ নতুন নীতি আসলে হচ্ছে এ মতামতের ভেতর সবচেয়ে প্রধান বিষয় ও সর্বোচ্চ চাবিকাঠি অংশ। এ সম্পর্কে তিনি বলেন:

"দশটি নতুন নীতি আরও এ মতামত দলিলপত্রের প্রধান অংশ। অর্থাত্ তথ্য প্রকাশনা সংক্রান্ত সম্পদ সমন্বয়ের দশটি নতুন নীতি"।

মতামতে আরও বলা হয়, এবারের চীনা সাংস্কৃতিক পণ্যের বাইরে চলে যাওয়া এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বাজার উন্নয়নের লক্ষ্য হচ্ছে পাঁচ বছরের মধ্যে কপিরাইট রপ্তানির সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যাবে বলে ডিজিটাল প্রকাশনা পণ্য ও সেবা রপ্তানির মূল্য ১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। ফলে চীনের তথ্য প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তি লক্ষণীয়ভাবে জোরদার করা হবে। --ওয়াং হাইমন/আবাম


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040