|
বন্ধুরা, চীনের তথ্য প্রকাশনা সাধারণ বিভাগের উপ-মহাপরিচালক উ সু লিন ৯ জানুয়ারি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে তথ্য প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার উন্নয়ন এবং তথ্য প্রকাশনা ক্ষেত্রের এক শক্তিশালী দেশ গড়ে তোলার জন্য চীন যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
চীনের তথ্য প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারের শক্তি উন্নয়নের লক্ষ্যে চীনের তথ্য প্রকাশনা সাধারণ বিভাগ ৯ জানুয়ারি "চীনের তথ্য প্রকাশনা শিল্পের দ্রুত বিদেশ মুখীনতার ধারাবাহিক মতামত" প্রকাশ করেছে। তথ্য প্রকাশনা মহল মনে করে যে, তথ্য প্রকাশনা সাধারণ বিভাগের ২০১২ সালের 'এক নম্বর দলিলপত্র' প্রকাশিত হওয়ায় এ 'মতামত' প্রথমবারের মতো তথ্য প্রকাশনায় রাষ্ট্রীয় পর্যায় থেকে আন্তর্জাতিক সংস্কৃতি বাজার উন্নয়নের বিষয় ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে তথ্য প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক বাজারের দ্রুত উন্নয়ন, চীনের মৌলিক সাংস্কৃতিক শক্তি জোরদার এবং চীনা সাংস্কৃতিক প্রভাবশালী শক্তি বাড়ানোর জন্য চীনের তথ্য প্রকাশনা খাতের দৃঢ় আস্থা তুলে ধরা হয়।
এদিন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য প্রকাশনা সাধারণ বিভাগের উপ-মহাপরিচালক উ সু লিন বর্তমানে তথ্য প্রকাশনা শিল্পের বিদেশ মুখিনতার মৌলিক প্রবণতা ও সম্মুখীন সুষ্ঠু প্রয়োগিক দিক বিশ্লেষণ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন,
"বিগত ৬০ বছরে চীনের প্রকাশনা শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। বিশেষ করে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে আমাদের অর্থনীতি ইতোমধ্যেই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। সংবাদপত্র ও পুস্তক প্রকাশনার সংখ্যা ইতোমধ্যেই বিশ্বের প্রথম স্থান দখল করেছে। তবে চলমান অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অভ্যন্তরীণ বাজার একটু দুর্বল। যদি আমরা 'বাইরে চলে যাওয়ার' কর্তব্যকে কৌশলগত অবস্থানে না রাখি, তাহলে আমাদের সমস্যা হবে প্রকাশনার সংখ্যা হবে বেশি ,তবে তার প্রভাব শক্তি হবে দুর্বল।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |