Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের ছুলালুংকর্ন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট পরিদর্শন
  2011-12-28 19:57:27  cri

থাইল্যান্ড সফররত চীনের ভাইস-প্রেসিডেন্ট সি চিন পিং ২৪ ডিসেম্বর সকালে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান- ছুলালুংকর্ন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট পরিদর্শন করেছেন। তিনি উত্সাহের সাথে বলেন যে, দু'দেশের তরুণ-তরুণীরা চীন-থাইল্যান্ড মৈত্রীর উত্তরাধিকার সূত্রে পরিচর্যা করবে। থাই তরুণ-তরুণীদের অব্যাহতভাবে চীনকে বোঝা ও নিজেদের অবস্থানকে জোরদার করার ব্যাপারে সি চিন পিং আশাবাদী। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

চীনের গুরুত্বপূর্ণ অতিথিদের অভ্যর্থনা জানানোর লক্ষ্যে চীন ও থাইল্যান্ডের জাতীয় পোষাক পড়া ছাত্রছাত্রীরা থাইল্যান্ডের অতিথিদের অভ্যর্থনা জানিয়ে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া কবিতা আবৃত্তি ও চীনা কুং ফুসহ অনুষ্ঠানও পরিবেশিত হয়। এ সময় মিলনায়তনে চীনা সংস্কৃতি এবং চীন-থাইল্যান্ড মৈত্রীর গভীর পরিবেশ বিরাজমান থাকে।

ছুলালুংকর্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে সুদীর্ঘকালের ও সবচেয়ে বিখ্যাত বহুমুখী বিশ্ববিদ্যালয়। যার ইতোমধ্যেই ৯৪ বছরের ইতিহাস রয়েছে বলে থাইল্যান্ডের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক বিখ্যাত প্রযুক্তিবিদ লালন-পালন করেছে। ২০০৬ সালে এ বিশ্ববিদ্যালয় পেইচিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করে কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করে। এ ইন্সটিটিউটে চীনা ভাষা, ক্যালিগ্রাফি, ছবি আঁকা, কুংফু, সংগীত ও নৃত্যসহ বৈশিষ্ট্যসম্পন্ন ক্লাস খোলা হয়। এ ইন্সটিটিউট ইতোমধ্যেই চীন-থাইল্যান্ডের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও মৈত্রীকে এগিয়ে নেয়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পাঁচ বছর ধরে মোট ২ হাজার ৫ শ' ছাত্রছাত্রী এ ইন্সটিটিউটে লেখাপড়া করেন। সি চিন পিং তাঁর ভাষণে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, তাঁর এবারের থাইল্যান্ড সফর চীনা সরকার ও চীনা জনগণের চীন-থাইল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উন্নয়নের আন্তরিক আকাংক্ষা নিয়ে এসেছেন। এ সম্পর্কে সি চিন পিং বলেন:

চীন-থাইল্যান্ড একই পরিবারভুক্ত স্বজন। তাই চীন-থাইল্যান্ডের নাগরিকদের বংশপরম্পরায় সম্প্রীতিতে বসবাস করার যৌথ আকাংক্ষা। থাইল্যান্ডের জনগণ সাফল্যের সঙ্গে ভয়াবহ বন্যা কাটিয়ে ওঠার পরপরই আমি দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রীর পথ ধরে থাইল্যান্ড সফর করছি। থাইল্যান্ডের জনগণের জন্য আমি চীনা জনগণের আন্তরিক সমবেদনা নিয়ে এসেছি এবং এবং একই সাথে চীন-থাইল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় চীন সরকারের আন্তরিক আকাংক্ষাও নিয়ে এসেছি"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040