Web bengali.cri.cn   
আংকারায় 'তুরস্কে চীনা সাংস্কৃতিক বর্ষ ২০১২' শুরু
  2011-12-28 19:47:12  cri

এবারের চীনা সাংস্কৃতিক বর্ষের প্রধান প্রতিপাদ্য হচ্ছে 'রেশম পথের উত্‌স : চীনের সৌন্দর্যের বহি:প্রকাশ। এবারের বর্ষ হচ্ছে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর তুরস্কে চীনের আয়োজিত ব্যাপকতার দিক থেকে সর্বোচ্চ এবং বেশি দীর্ঘ সময় ধর চালানো ধারাবাহিক সাংস্কৃতিক কর্মসূচী। এর মধ্য দিয়ে বৈশিষ্ট্যসম্পন্ন চীনা সংস্কৃতি এবং সংস্কার ও উন্মুক্তকরণের পর এক আধুনিক চীনকে তুরস্কের জনগণের কাছে ব্যাপকভাবে তুলে ধরবে। একই সঙ্গে এটি এ পর্যন্ত চীন এশিয়া ও আফ্রিকা অঞ্চলে আয়োজিত এক সর্বোচ্চ বহুমুখী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী।

তুরস্কে চীনের রাষ্ট্রদূত কুং সিয়াও শেং সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সাংস্কৃতিক বর্ষের প্রধান প্রতিপাদ্য হিসেবে রেশম পথকে বাছাই করার বেশ কয়েকটি তাত্পর্য রয়েছে। কারণ ইতিহাসে চীনের সঙ্গে রেশম পথের বিশেষ করে তুরস্কের খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ কথা বলতে পারি যে, রেশম পথ কোন যুদ্ধের পথ নয়, বরং মৈত্রী ও শান্তির পথ এবং সভ্যতা প্রচার ও বাণিজ্যের পথ। এ সম্পর্কে কুং সিয়াও শেং বলেন:

'চীন ও তুরস্ক পারস্পরিকভাবে সাংস্কৃতিক বর্ষ আয়োজন করার মধ্য দিয়ে দু'দেশের জনগণের কাছে আরও বেশি সংকেত পাঠাতে চায়। মৈত্রী , সহযোগিতা, দু'দেশের জনগণের যোগাযোগ উন্নয়নের ব্যাপারে আমরা আশাবাদী। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে মৈত্রী উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়কে এগিয়ে নেয়া এবং সভ্যতার সংলাপকে জোরদার করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে"।

চীনা সাংস্কৃতিক বর্ষের মধ্যে ৫৭টি সমৃদ্ধ ও বৈশিষ্ট্যসম্পন্ন কর্মসূচী রয়েছে। এবারের বর্ষের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে আরও 'রেশম পথ' চীনের বিখ্যাত আধুনিক শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী' আয়োজিত হয়। এ প্রদর্শনী চীনের শান সি সরকারের সহায়তায় অনুষ্ঠিত হয়। এতে ৬০ জনেরও বেশি শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়।

তুরস্কের চীনা মৈত্রী তহবিলের চেয়ারম্যান হাসান কাপান হচ্ছেন চীনা জনগণের একজন পুরানো বন্ধু। চীন-তুরস্ক দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ব্রতে সুদীর্ঘকাল ধরে চালানো একজন মৈত্রী ব্যক্তি হিসেবে capan কাপান দু'দেশের পারস্পরিক সাংস্কৃতিক বর্ষ আয়োজনে আস্থা প্রকাশ করেন। এ সম্পর্কে তিনি বলেন:

চীনা সাংস্কৃতিক বর্ষ ২০১২ এক মনোজ্ঞ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়। আশা করি, আগামী এক বছরে তুরস্কে আয়োজিত সব চীনা সাংস্কৃতিক বর্ষের কর্মসূচী সাফল্য অর্জন করবে। ওয়াং হাইমান/আবাম


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040