Web bengali.cri.cn   
মস্কোর কনফুসিয়াস ইন্সটিটিউটে চীন-রাশিয়া সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত
  2011-11-30 19:40:47  cri

মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের একজন চীনা ভাষার শিক্ষিকা হিসেবে রোমচেনকো শিক্ষাদানের বাস্তব অভিজ্ঞতা থেকে গভীরভাবে উপলদ্ধি করেছেন যে, কনফুসিয়াস ইন্সটিটিউটে চীনা ভাষার রুশ ছাত্ররা শুধু চীনাদের সঙ্গে ব্যবসা করার জন্য চীনা ভাষা শিখছেন তা নয়, আসলে অনেক তরুণ-তরুণী চীনা সংস্কৃতি ও চীনা ভাষার প্রতি গভীর আগ্রহ থেকেই এ ভাষা শিখছেন । এ সম্পর্কে তিনি বলেন:

"আমাদের ছাত্রছাত্রীরা চীনা সংস্কৃতি পছন্দ করেন। তাঁরা চীনে গিয়ে লেখাপড়া এবং চীনাদের সাথে যোগাযোগ করতে চান। কিছু কিছু মানুষ বন্ধুর কাছ থেকে শুনেছেন যে, চীনা সংস্কৃতি খুবই মজার, চীনের উন্নয়নের গতিও অনেক দ্রুত এবং আমাদের এক সুপ্রতিবেশীসুলভ দেশ। আরও কয়েক জন , চীনাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর চীনা ভাষা শেখার প্রয়োজনীয়তা উপলদ্ধি করেছেন"।

এবারের চীন-রাশিয়া সাংস্কৃতিক উত্সবের মধ্যে চীনা লোককাহিনী শিল্প প্রদর্শনী ছাড়াও বড় আকারের কন্সার্ট আয়োজিত হয়। চীন ও রাশিয়ার তরুণ-তরুণীরা একই মঞ্চে পরিবেশন করেন। এর মধ্যে চীনা কুং ফু সকল দর্শকের হাততালি অর্জন করেছে।

কন্সার্ট শেষের পর, উদ্যোক্তা ইউনিট বিশেষভাবে দর্শকের জন্য চলচ্চিত্র 'কনফুসিয়াস' খুলেছে। এ সম্পর্কে মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা পক্ষের প্রধান রেন কুয়াং সুয়ান বলেন:

"কনফুসিয়াস ইন্সটিটিউট ' কনফুসিয়াস'-এর নামে প্রতিষ্ঠিত। আমরা কনফুসিয়াসের চিন্তাধারা প্রচার করবো। এভাবে আরও বেশি রুশ ছাত্রছাত্রী ও রুশ জনগণ চীনকে জানতে পারবেন, যাতে দু'টি মহা সুপ্রতিবেশী জাতি চিরদিন মৈত্রী এগিয়ে নিয়ে যায়"।

মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা ভাষার শিক্ষিকা রোমচেনকো মনে করেন, হস্তশিল্প প্রদর্শনীর মতো এই রকমের সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে দর্শকরা খুব কাছে থেকেই চীন-রাশিয়া দু'দেশের সংস্কৃতি জানতে সক্ষম হন। সুতরাং, এ ধরণের আয়োজন করা খুবই প্রয়োজন। --ওয়াং হাইমান/শান্তা


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040