|
বন্ধুরা, মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের উদ্যোগে রাশিয়ায় চীনের দূতাবাসের শিক্ষা বিভাগের যৌথ সহায়তায় ২০১১ সালের চীন-রাশিয়া সাংস্কৃতিক উত্সব ২৯ অক্টোবর মস্কো বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এবারের সাংস্কৃতিক উত্সব হচ্ছে মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের এ বছর আয়োজিত ধারাবাহিক সাংস্কৃতিক কর্মসূচীর মধ্যে অন্যতম । সাংস্কৃতিক উত্সবের লক্ষ্য হচ্ছে চীনা সংস্কৃতি প্রচার ও লালন এবং দু'দেশের সংস্কৃতির পারস্পরিক বিনিময় জোরদার করার সঙ্গে সঙ্গে আরও বেশি রুশ চীনা সংস্কৃতি ও চীনা বেসরকারী শিল্পের শক্তি ও সৌন্দর্য সম্পর্কে জানা।
অক্টোবরের শেষ দিকে মস্কো ইতোমধ্যেই শীতকালের শুরুর দিকে চলে এসেছে। হলুদ পাতা ঠান্ডা বাতাসে ভেসে পড়ে। রাস্তায় মানুষ হয়তো ঠান্ডার কারণে আগের চেয়ে তাড়াতাড়ি চলছেন। ২৯ অক্টোবর শনিবার, বাইরের শীতল প্রকৃতির বিপরীত চেহারা দেখা গেল মস্কো বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ভবন। এখানে আয়োজিত চীন-রাশিয়া সাংস্কৃতিক উত্সবের কারণে উষ্ণতার বেশ একটি আমেজ ছড়িয়ে পড়ে ।
সাংস্কৃতিক উত্সবের কন্সার্ট শুরুর আগে মস্কোর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের বাবা মা এবং অধ্যায়নরত চীনা ছাত্রছাত্রীরা ১ নম্বর ভবনের দোতলার চীনা লোককাহিনী শিল্প প্রদর্শনী ভবনে দাঁড়িয়ে থাকেন।
এবারের সাংস্কৃতিক উত্সবের উদ্যোক্তা ইউনিট ও মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা পক্ষের প্রধান রেন কুয়াং সুয়ান অধ্যাপক বলেন, এ বছরের সাংস্কৃতিক উত্সব হচ্ছে মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার পর আয়োজিত তৃতীয়বারের মত বহুমুখী সাংস্কৃতিক উত্সব। অতীতের সব সাংস্কৃতিক কর্মসূচী ও অভিজ্ঞতার ভিত্তিতে উদ্যোক্তা ইউনিট এবারের সাংস্কৃতিক উত্সবে চীনা সংস্কৃতির ক্ষেত্র সম্প্রসারণ করেছে।এ সম্পর্কে অধ্যাপক রেন কুয়াং সুয়ান বলেন:
" এ বছরের সাংস্কৃতিক উত্সবে চীনা ক্যালিওগ্রাফি ছাড়াও চীনা পুরাকীর্তি ও চীনা কার্টিং শিল্প বেশি রয়েছে। সুতরাং, এ সব প্রদর্শনীতে অনেক রুশ দর্শক ও অধ্যায়নরত চীনা ছাত্রছাত্রীকে দেখা গেছে । মস্কো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা ভাষা শিক্ষিকা একতারিনা রোমচেনকো খুবই মনোযোগ দিয়ে প্রত্যেক রুশ দর্শককে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে অবহিত করেন। এর মধ্য দিয়ে অধিক থেকে অধিকতর রুশ চীনা সংস্কৃতির ওপর বেশ আগ্রহ প্রকাশ করে। এ সম্পর্কে শিক্ষিকা রোমচেনকো বলেন,
" যদি একটি অনুষ্ঠান বিকেল আড়াইটায় শুরু হয় , তাহলে রুশ দর্শকরা দেড়টার সময়ে দেখার জন্য ভবনে চলে এসেছেন। ভবনে আসা দর্শকের মধ্যে রয়েছেন চীনা ও রুশ ছাত্রছাত্রী এবং তাদের বাবা মা। সকলেই চীনা সংস্কৃতিতে আগ্রহী। এ থেকে বুঝা যায় যে, চীনা সংস্কৃতির ওপর বিদেশীদের আগ্রহ দিন দিনবাড়ছে"।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |