|
বড় ভাইর সাফল্যকে ছোট ভাই প্রথমে বিশ্বাস করেন না, হাও তি হাসি মুখে আমাদের বলেন:
"বড় ভাই চীনে জনপ্রিয় হওয়ার শুরুর দিকে আমাদের নাইজেরিয়ার আত্মীয়স্বজন ও বন্ধুরা একথা বিশ্বাস করেননি। সে মিথ্যা কথা বলছে বলে সবাই মনে করে। অবশেষে ভিডিও থেকে আমরা তাঁর পরিবেশনা দেখে সবাই বিশ্বাস করেছি"।
হয়তো বড় ভাইয়ের অভিজ্ঞতার কারণে হাও তির মনে আগ্রহ তীব্র হয়ে ওঠে । তিনিও নিজের স্বপ্ন নিয়ে চীনে আসেন। পেইচিংয়ের রেস্টুরেন্টে গান গাওয়ার এক পর্যায়ে ২০০৮ সালে হাও তি ' উ চৌ ছাং সিয়াং' সংগীত দলে যোগ দেন এবং এখনোও এখানে গান গাচ্ছেন। এ দল চীনা সংগীতজ্ঞ ইয়ু সিনের উদ্যোগে গঠিত। দলের ৬জন সদস্যের সবাই বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত। ভিন্ন সাংস্কৃতিক পটভূমির ৬জন সংগীতের কারণে চীনে মিলিত হন।
হাও তি বলেন, নাইজিরিয়ায় তিনি চীনা ইতিহাসের কিছু বিষয় শিখেছেন এবং জ্যাকি চান ও জেট লির কুংফু চলচ্চিত্রও দেখেছেন। সুতরাং, চীনের ওপর তাঁর ধারণা ছিল । তবে চীনে আসার শুরুর দিকে তাঁর কিছু সাংস্কৃতিক ব্যবধানের অনুভূতি হয়েছে । এ সম্পর্কে তিনি বলেন,
"নাইজিরিয়ায় আমরা অন্যদের কাছে জিনিস দেয়ার সময় বাম হাত ব্যবহার করবো না। চীনে এমন অবস্থা নয়, একবার ইয়ু সিন বাম হাতে আমাকে জিনিস দিয়েছেন। তখন আমি রাগ করে তাঁকে জিজ্ঞেস করি 'কেন বাম হাত ব্যবহার করলেন?' 'কারণ এটা চীন'। ইয়ু সিনের উত্তরে আমার রাগ অনেক দূর হয়"।
হাও তি বলেন, তিনি গভীরভাবে চীনকে ভালবাসছেন। এখানে দীর্ঘসময়ে বসবাস করার ইচ্ছাও তাঁর রয়েছে।–ওয়াং হাইমান/শান্তা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |