|
এই ছেলের নাম হচ্ছে আসাবেরে জর্জ । তিনি নাইজেরিয়ার অধিবাসী। তবে তিনি নিজের এক চীনা নাম দিয়েছেন তা হলো 'হাও তি'। এর অর্থ হচ্ছে ভালো ছোট ভাইয়া। সম্প্রতি আমাদের সংবাদদাতা হাও তির সাক্ষাত্কার নিয়েছেন।
হাও তি বলেন, চীনা গানের ভিডিও এতো জনপ্রিয়তা তাঁর কল্পনাতীত ছিল। চীনা পিনয়িন নিয়ে লিখিত তাঁর ৪০টিরও বেশি মাইক্রো ব্লগ তথ্য ৩ লাখেরও বেশি অনুরাগীর দৃষ্টি আকর্ষণ করেছে। হাও তি বলেন, তিনি সত্যি জানতেন না যে, ইতোমধ্যেই তিনি এতো জনপ্রিয় হবেন । নাইজিরিয়া থেকে চীনে আসার আগে হাও তি ভাবতেও পারেননি যে, একদিন তিনি একজন সুপারস্টার হবেন। এই চীনা গানের ভিডিও সম্পর্কিত আলোচনায় হাও তি বলেন:
"ভিডিও তৈরীর সময় আমি জানতাম না যে এত জনপ্রিয় হব। তবে আগে টেলিভিশনে নিজের পছন্দের স্টারদের দেখে আমিও স্বপ্ন দেখতাম যে, একদিন আমিও বড় মঞ্চে গান পরিবেশন করবো"।
আসলে হাই তির চীনে এসে সংগীত প্রতিভার বিকাশের সঙ্গে তাঁর বড় ভাই—হাও কে'র অবদান রয়েছে ।হাও তি আমাদেরকে নিজের বড় ভাই'র গল্প বলেছেন। সংগীতকে খুবই পছন্দ করার কারণে ১৯৯৬ সালে হাও কে মহাকাশ প্রকৌশলীর কাজ ত্যাগ করে নিজের গায়ক হওয়ার স্বপ্নকে অনুসরণ করেন । ২০০২ সালে তিনি চীনে আসেন। ২০০৬ সালে তিনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রে আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং এবারের বার্ষিক রানার্স-আপ পুরষ্কার পান। এ থেকে হাও কে চীনে জনপ্রিয়তা পান ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |