|
চীন ও ফ্রান্স দু'দেশেরই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিনিধি--প্রকৃতি বিষয়ক চিত্র শিল্প-কর্ম সবসময় ফ্রান্সের সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন মহলের ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেছে। অবশ্যই ফ্রান্সের সাধারণ অধিবাসীরাও এটি খুবই পছন্দ করেন। প্যারিসে চীনা সংস্কৃতি কেন্দ্রের মহাপরিচালক ইন ফু আশা করেন, ১০দিনব্যাপী প্রদর্শনীর আয়োজনকালে ফ্রান্সের দর্শকরা প্রত্যেক সুন্দর চীনা প্রকৃতি বিষয়ক চিত্র দেখার মাধ্যমে সুষ্ঠুভাবে চীনা সংস্কৃতিকে অনুভব করবেন। এ সম্পর্কে তিনি বলেন:
" সংস্কৃতি যেন পানির মতো নীরবে ও সহজে প্রবাহিত হয় শিল্প হচ্ছে মানবজাতির এক প্রচলিত ভাষা। আমরা বিশ্বাস করি, প্রত্যেক সুন্দর চীনা প্রকৃতি বিষয়ক চিত্র ফ্রান্সের দর্শকের কাছে একবার চমত্কার আবেদন সৃষ্টি করতে সক্ষম হবে"।
ফ্রান্সের শিল্পী সমিতি ও প্যারিসে চীনা সংস্কৃতি কেন্দ্র সবসময় যৌথ প্রচেষ্টায় চীন-ফ্রান্স দু'দেশের শিল্পীদের জন্য এক স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। ফ্রান্সের শিল্পী সমিতির চেয়ারম্যান রেমি আরন এবারের প্রদর্শনী পরিদর্শনের পর সংবাদমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:
" প্রকৃতি বিষয়ক চিত্র চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। আজকের দিনেও তার আবেদন প্রচুর। এবারের প্রদর্শনীতে আমরা সৌভাগ্যক্রমে চীনের কয়েকটি শ্রেষ্ঠ প্রকৃতি বিষয়ক চিত্র দেখেছি। আশা করি, ভবিষ্যতে এ ধরণের সুযোগ আরও বেশি পাবো"।–ওয়াং হাইমান/শান্তা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |