Web bengali.cri.cn   
চীনা প্রকৃতি বিষয়ক চিত্র প্রদর্শনী প্যারিসে অনুষ্ঠিত
  2011-11-02 20:03:34  cri

বন্ধুরা, 'চীনের চিত্রশিল্পের মাধুর্য' এ প্রধান প্রতিপাদ্য নিয়ে চীনা প্রকৃতি বিষয়ক চিত্র প্রদর্শনী ২৬ অক্টোবর প্যারিসের চীনা সংস্কৃতি কেন্দ্রে শুরু হয়েছে। ১০দিনব্যাপী প্রদর্শনীর আয়োজনকালে ফ্রান্সের দর্শকরা খুব কাছে থেকে ২০ জনেরও বেশি চীনা আধুনিক প্রকৃতি বিষয়ক চিত্র শিল্পীর ৫০টিরও বেশি শিল্প-কর্ম উপভোগ করছেন এবং চীনা সংস্কৃতির গভীর মাধুর্য অনুভব করছেন। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

প্যারিসে চীনা সংস্কৃতি কেন্দ্রের মহাপরিচালক ইন ফু, ফ্রান্সে চীনের দূতাবাসের সংস্কৃতি কাউন্সিলার ল্যুয়ে জুন ও ফ্রান্সের শিল্পী সমিতির চেয়ারম্যান রেমি আরনসহ ফ্রান্সের সাংস্কৃতিক মহলের ব্যক্তিরা সম্মিলিতভাবে এবারের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং প্রদর্শনী উপভোগ করেন।

চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈদেশিক সংস্কৃতি কেন্দ্রের ব্যবস্থাপক ইয়াও চি হুয়া বলেন, চীনে ৫ হাজার বছরের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সংস্কৃতির মাধুর্য সুগভীর এবং সুদীর্ঘকালের। এবারের প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা চীনা সংস্কৃতিকে অনুভব করতে পারবেন বলে তিনি আশাবাদী। এ সম্পর্কে তিনি বলেন:

"প্রকৃতি বিষয়ক চিত্র হচ্ছে চীনা লেখক ও শিল্পীর এক গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আশা করি, এবারের প্রদর্শনীর মাধ্যমে আধুনিক চীনে প্রাচীনকালের শিল্পকলার কীভাবে উত্তরাধিকার ও উন্নয়ন করা যায় সেই সম্পর্কিত বিষয় তুলে ধরা হবে। এতে বিশেষ করে দর্শকরা চীনা প্রকৃতি বিষয়ক চিত্রের ভেতরে রাখা মানবিক অনুভূতি এবং চীনা সংস্কৃতিকে অনুভব করতে পারবেন"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040