Web bengali.cri.cn   
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ইয়ান চুন ছি'র সাক্ষাত্
  2011-11-02 19:51:14  cri

তিনি আরো বলেন, বর্তমানে চীন এক দ্রুত উন্নয়নের সময়পর্বে দাঁড়িয়ে আছে। এ অবস্থার প্রেক্ষাপটে বিশ্বে কিছুটা উদ্বেগ ও সন্দেহ দেখা দিয়েছে। এ ব্যাপারে ইয়ান চুন ছি বলেন, চীন সরকার সবসময় বিশ্ব শান্তির ওপর গুরুত্ব দেয় এবং শান্তি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চীনের উন্নয়ন ত্বরান্বিতকরণের সঙ্গে সঙ্গে চীন যথাযোগ্যভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে। এ সম্পর্কে তিনি বলেন:

"চীন যত উন্নত ও শক্তিশালী হবে ততই দৃঢ়ভাবে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। এটি ইতিহাসের অনিবার্য ধারা, এটিও চীন সরকার ও চীনা জনগণের অনিবার্য বাছাই। সম্প্রতি চীন সরকার প্রকাশিত ' চীনের শান্তি ও উন্নয়ন' নামক এক শ্বেত পত্রে বলা হয়, চীন কোন সামরিক প্রতিদ্বন্দ্বিতা করবে না এবং কোন দেশের বিরুদ্ধে সামরিক হুমকি সৃষ্টি করবে না"।

তিনি আরো বলেন, বিশ্বে এক সর্বোচ্চ উন্নয়নশীল দেশ এবং এক সর্বোচ্চ উন্নত দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ। আগামি বছর হবে চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। দু'পক্ষের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর, দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় দু'দেশের সম্পর্ক ইতোমধ্যেই কৌশলগত তাত্পর্যবাহী এবং বিশ্বে প্রভাবশালী দ্বিপাক্ষিক সম্পর্কে পরিণত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে । এটি দু'দেশ এবং দু'দেশের জনগণের জন্য সত্যিকার কল্যাণ এনে নিয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:

"অনস্বীকার্য বিষয় হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র দু'দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি বৈচিত্র্যময়। সামাজিক ব্যবস্থা ভিন্ন এবং উন্নয়নের মানও ভিন্ন। চীন হচ্ছে এক সর্বোচ্চ উন্নয়নশীল দেশ এবং যুক্তরাষ্ট্র হচ্ছে এক সর্বোচ্চ উন্নত দেশ। বিভিন্ন ক্ষেত্রে আসলে বিরাট সব ব্যবধান রয়েছে। কিছু সমস্যা সম্পর্কে ভিন্ন মতামত থাকাটাও স্বাভাবিক। তবে দু'দেশের যৌথ স্বার্থ সবসময় প্রথম স্থান দখল করা উচিত । সুতরাং, দু'পক্ষের উচিত পরস্পরকে সম্মান করা এবং পরস্পরের অভিজ্ঞতা থেকে শেখা , যাতে বেসামরিক বিনিময়সহ বহু ক্ষেত্রের যোগাযোগ কর্মসূচীর মাধ্যমে পরস্পরের বোঝাপড়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। চীন ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ বিনিময় দু'দেশের সম্পর্কের স্বাভাবিক উন্নয়নে এক দৃঢ় ভিত্তি সৃষ্টি করবে"।–ওয়াং হাইমান/শান্তা


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040