|
বন্ধুরা, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ইয়ান চুন ছি ২৫ অক্টোবর সন্ধ্যায় মার্কিন জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ে ' চীনের শান্তি ও উন্নয়ন বিশ্বের সঙ্গে সম্পর্ক' শীর্ষক এক বক্তব্য দেন। এর মধ্য দিয়ে চীনের শান্তি উন্নয়নের মর্ম ও তাত্পর্য সার্বিকভাবে ব্যাখ্যা করা হয়েছে । আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে আমরা ভাইস-চেয়ারম্যান ইয়ান চুন ছি'র গল্প আপনাদের শোনাবো।
চীনা শান্তি অর্জন ও নিরস্ত্রীকরণ সমিতির প্রতিনিধি দলের নেতৃত্বে ইয়ান চুন ছি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চতুর্থ চীন-যুক্তরাষ্ট্র বেসামরিক শান্তি ফোরামে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বহুজাতিক বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ে তার এবারের বক্তব্য প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় ।এর মধ্য দিয়ে বিস্তারিত ও সার্বিকভাবে চীনের শান্তি ও উন্নয়নের পথে যাত্রার বিষয়টি ব্যাখ্যা করা হয় । ইয়ান চুন ছি বলেন, 'শান্তি' হচ্ছে চীনা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। চীনের ইতিহাসে রেশম পথসহ বৈদেশিক বিনিময় কর্মসূচীর মতো শ্রেষ্ঠ ঘটনা ছিল। এর মধ্য দিয়ে চীনা জাতির সমুদ্রের মত সমস্ত নদী গ্রহণ করার মানসিক উদারতা ও শান্তি অর্জনের সদিচ্ছা তুলে ধরা হয়। এ সম্পর্কে তিনি বলেন:
"শান্তি অন্বেষণের মধ্য দিয়ে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির বীজমন্ত্র প্রতিফলিত হয়। প্রাচীনকাল থেকে চীনের সংস্কৃতি মনে করে যে, বিশ্বে একটি সম্প্রীতিময় গোষ্ঠী থাকা উচিত। এর মধ্যে শান্তি হচ্ছে চীনা সংস্কৃতির প্রধান বিষয়। এ ধারণা গভীরভাবে চীনা জাতির চিন্তাধারা ও আচরণের ওপর প্রভাব ফেলেছে। এ ধারণা অনুযায়ী মানুষের সঙ্গে মানুষের এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক আর বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনের এক গুরুত্বপূর্ণ মূল্যবোধে পরিণত হয়েছে"।
ইয়ান চুন ছি আরো বলেন, চীনা সংস্কৃতির মধ্যে সম্প্রীতিময় চেতনা রয়েছে । এটি শান্তি উন্নয়নের পথে চীনের যাত্রাকে অনুপ্রাণিত করেছে। চীনের উন্নয়নের দিক সম্পর্কিত আলোচনায় ইয়ান চুন ছি বলেন:
"কেন চীনের বেছে নেওয়া উন্নয়নের পথকে শান্তি উন্নয়নের পথ বলে অভিহিত করা হয়? কারণ যুদ্ধ বিদ্ধস্ত চীনারা গভীরভাবে অনুভব করেন যে শান্তি খুবই মূল্যবান এবং উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। শান্তি হলে উন্নয়ন হবে, উন্নয়ন হলে শান্তি অর্জন করা সম্ভব হবে। দুটিই অপরিহার্য। চীনের উন্নয়নে আরও প্রচেষ্টা ও সংগ্রাম দরকার"।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |