Web bengali.cri.cn   
চৌঠা মে তরুণ-তরুণী পদক-বিজয়ী লিউ ইয়ান
  2011-10-12 16:43:04  cri

হুইল চেয়ারের সাহায্যে পুনরায় মঞ্চে ফিরে আসার জন্য কেবল শিল্পকলার দক্ষতা ছাড়াও প্রচন্ড মানসিক শক্তি দরকার । দুর্ভাগ্যক্রমে আহত হওয়ার পর থেকে ইতোমধ্যেই দু'বছর হয়ে গেল। লিউ ইয়ান সবসময় সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। । নিজের শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে লিউ ইয়ান আশাবাদী।এ সম্পর্কে তিনি বলেন:

"আমি মনে করি, মনোবল সম্ভবত শ্রেষ্ঠ ওষুধ। এছাড়া বন্ধুরা আমাকে উত্সাহিত করেন "।

নাচ নিয়ে স্বপ্ন দেখা মেয়ে লিউ ইয়ান মুক্তভাবে মঞ্চে নৃত্য পরিবেশনকে নিশ্চয়ই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। তবে তাঁর নিত্য দিনের কাজকর্মে এখনো অন্যদের সাহায্য দরকার হয়। এ ভারী আঘাতের পর লিউ ইয়ানের মনোবল অন্যদের চেয়ে আরও বেশী সংহত হয়েছে। কারণ তিনি স্বপ্নের সাহায্যে পুনরায় উড়তে চান ।

২০১০ সালে পেইচিং শহরের চৌঠা মে তরুণ-তরুণী পদকের একজন বিজয়ী হিসেবে লিউ ইয়ান মনে করেন, কিছু কথা তরুণ বন্ধুদের সাথে ভাগাভাগি করা দরকার। এ সম্পর্কে তিনি বলেন

"তরুণ-তরুণীর জন্য মনোবল ও উচ্চাশা বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি, বাস্তবতা যাই হোক না কেন, মানুষের মনোবল ধরে রাখার জন্য স্বপ্নের দরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ"।

লিউ ইয়ান নিরলসভাবে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা ছাড়াও সামাজিক জন কল্যাণকর কাজ করেন। চীনের দরিদ্র অঞ্চলের শিল্প শিক্ষাকে সহায়তা দেয়ার জন্য এ বছর চীনের সাহিত্য শিল্প তহবিলের সাহায্যে লিউ ইয়ান নিজের পক্ষ থেকে এক বিশেষ শিল্প তহবিল প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়াও তিনি চীনের নৃত্যশিল্পী সমিতির 'সহমর্মীতার দূত' অভিধায় ভূষিত হয়েছেন। তাঁকে পেইচিং শহরের প্রতিবন্ধী তহবিলের মুখপাত্রের প্রতিচ্ছবি বলে চিহ্নিত করা হয়।–ওয়াং হাইমান/শান্তা


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040