|
লিউ ইয়ান ছিলেন মঞ্চের প্রেরণা, নৃত্য হচ্ছে তাঁর আত্মা। তবে ভাগ্য সবসময় ছিল তাঁর প্রতিকূল । দু'বছর আগে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের যখন মাত্র ১০ দিন বাকি সেসময় দুর্ভাগ্য লিউ ইয়ানকে পেয়ে বসে। তিনি নাচ অনুশীলনের সময় তিন মিটার উচুঁ ডাভিং প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে আহত হন। তখন থেকে তিনি হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করেন। তাঁর শরীরের অবস্থা সম্পর্কিত আলোচনায় লিউ ইয়ান বলেন, এখন তাঁর অবস্থা বেশ ভাল। এ সম্পর্কে তিনি বলেন
"আহত হওয়ার পর আমি অনেকের যত্ন পেয়েছি। আত্মীয়স্বজন ও বন্ধু ছাড়া সমাজে আরও অনেকের সহানুভূতি পেয়েছি।সবাই আমার সুস্থ্য হওয়ার প্রত্যাশায় রয়েছেন। আমি মনে করি, বাইরে যাওয়া এবং নিত্য দিনের কিছুটা সময় অন্যদের সাহায্যের ওপর নির্ভর করা ছাড়া আমার অবস্থা সামগ্রিকভাবে ভাল দিকে যাচ্ছে"।
লিউ ইয়ান ইতোমধ্যেই তাঁর মাতৃ বিদ্যালয়—পেইচিং নৃত্য কলেজের একজন শিক্ষিকায় পরিণত হয়েছেন। প্রত্যেক সপ্তাহে তিনি তাঁর ছাত্রছাত্রীর নাচ শেখান । গত বছরের নভেম্বর মাসে হুইল চেয়ার নিয়েই লিউ ইয়ান পেইচিং পাও লি থিয়েটারে পুনরায় মঞ্চে ফিরে এসেন। তাঁর পরিবেশিত নাচের নাম হলো ' সবচেয়ে গভীর রাত, সবচেয়ে উজ্জ্বলপ্রদীপ' । এ নাচটি প্রধানত পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে লিউ ইয়ানের আহত হওয়ার ঘটনা অবলম্বনে তৈরী করা হয়েছে। লিউ ইয়ান মনে করেন, এ নাচের নামের ভেতরে কিছু অর্থ রয়েছে। তা হচ্ছে মানুষ তাঁর সবচেয়ে উজ্জ্বল প্রদীপ খুঁজে বের করলেই কেবল নিজের জীবনের সবচেয়ে গভীর রাত অতিক্রম করতে পারে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |