Web bengali.cri.cn   
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমস হচ্ছে মন ও মনের সেতু : ভারতের প্রতিনিধি দলের প্রধান
  2011-08-24 14:26:56  cri

তিনি আরো বলেন, এবারের ছাত্রছাত্রীদের গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অফিসারদের সবার জন্য কল্যণকর। হিন্দী খেলোয়াড়রা অন্যান্য দেশের খেলোয়াড়ের কাছে চমত্কার অভিজ্ঞতা শিখতে পারেন এবং হিন্দী অফিসাররাও অন্যান্য দেশের অফিসারদের কাছ থেকে শিখতে পারেন। সফরসঙ্গী অফিসারের জন্য কীভাবে এক বিশ্ব পর্যায়ের গেমস আয়োজন করে এবং প্রযুক্তি পর্যায় থেকে কীভাবে প্রস্তুতিমূলক কাজ সুসম্পূর্ণ করতে হয় এ সম্পর্কে এবারের সফরকে এক উল্লেখযোগ্য সুযোগ বলে মনে করা হয়। এ সম্পর্কে তিনি বলেন:

"এখানকার শেখানো জিনিসের কথা ভারতীয় সরকারকে আমরা জানাবো । আমাদের কাজে কথায় কী অপূর্ণ থাকে এবং কারণ কি এবং কীভাবে তা সমাধান করা যায় এ নিয়ে স্বদেশে ফিরে যাওয়ার পর সংশ্লিষ্ট এক আলোচনা সভা আয়োজন করা হবে। আমি মনে করি, এটি ভারতের ক্রীড়া উন্নয়নের জন্য সহায়ক হবে"।

জনাব গুরদীপ সিং আরও বলেন, ছাত্রছাত্রীদের গেমসকে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময়ের একটি প্ল্যাটফর্ম মনে করেন তিনি। তিনি মনে করেন, এটি ভারতের সংস্কৃতির প্রচার ত্বরান্বিত করার জন্য সহায়ক । ক্রীড়া সেতু হিসেবে আবির্ভূত হতে পারে। এর সাহায্যে চীনারা ভারতের ক্রীড়া, সংস্কৃতি ও ভারতের জনগণের চিন্তাধারা জানতে পারেন। এ সম্পর্কে তিনি বলেন:

"ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে মানুষের সম্পর্ক রাখার বন্ধন। পদক শুধু কয়েকজন অর্জন করতে পারেন। তবে আমাদের এবারের প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হচ্ছে যোগাযোগের মধ্য দিয়ে অন্যদের অভিজ্ঞতা শেখানো"।

এবারের চীন সফর হচ্ছে গুরদীপ সিং-এর প্রথমবারের মত চীন আসা। তিনি চীন দেশের ভূয়সী প্রশংসা করেন। এর মধ্যে চীনের চমত্কার সুশৃঙ্খল অবস্থা তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেন, সবাই খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করেন। তিনি মনে করেন, ঠিক এ কারণে চীন ইতোমধ্যেই এক নতুন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:

"চীনের বিশ্ববিদ্যালয় অত্যন্ত চমত্কার। এবারের প্রস্তুতিকাজও খুবই স্বয়ংসম্পূর্ণ। এখানকার মানুষও খুবই দায়িত্বশীল। আমাদের কোন ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হয়নি"। --ওয়াং হাইমান /আবাম


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040