|
আমাদের সংবাদদাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসের গ্রামের ভারতের প্রতিনিধি দলের প্রধানের কার্যালয়ে পা দেয়ার সময় এ দলের প্রধান গুরদীপ সিং চোখ খুবই বড় করে অনেক অবাক হয়েছেন। কারণ তিনি সবসময় মনে করেন, টেলিফোনে নিজের সঙ্গে হিন্দী ভাষায় কথা বলার মেয়ে নিশ্চয় সত্যি সত্যিই একজন হিন্দী মেয়ে। হয়তো ভাষার কারণে পরস্পরের ব্যবধান কমিয়ে দিয়েছে। গুরদীপ সিং খুবই উত্সাহসহকারে আমাদের সংবাদদাতার কাছে নিজের ক্রীড়া ব্রতের ভালবাসার কথা বর্ণনা করেছেন।
ভারতের বিশ্ববিদ্যালয় লীগের ক্রীড়া বিভাগের একজন প্রধান হিসেবে গুরদীপ সিং প্রতিবছর দেশটির ৫ শ'রও বেশি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১ শ'রও বেশি ইভেন্টের ওপর তত্ত্বাবধান ও পরীক্ষা করে নৈপুনণ্য অর্জনকারীদের নির্বাচন করে তাদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেন। এর পর তাঁর নেতৃত্বে নির্বাচিত প্রতিযোগিরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে যোগ দেন। এবারের শেন চেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে অংশগ্রহণকারী ভারতের প্রতিনিধি দলের ৭০জন সদস্য রয়েছে।
এর মধ্যে ১৫জন হচ্ছেন অফিসার এবং অন্যান্য ৫৫জন হচ্ছেন খেলোয়াড়। তাঁরা সাঁতার, শুটিং, টেনিস, ব্যাডমিন্টন ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড এ ৬টি ইভেন্টের মধ্য থেক পদক পাবেন। এটিও ভারত প্রথমবারের মত এতো বড় প্রতিনিধি দল পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে অংশ নেয়া।
বর্তমানে ভারতের ক্রীড়া পরিবেশ অধিক থেকে অধিকতর উন্নত হয়ে উঠেছে। সবেমাত্র শেষ হওয়া ভারতের ফেডারেশন গেমসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দল দ্বিতীয় স্থান দখল করেছে। গুরদীপ সিং মনে করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে অংশগ্রহণ করলে খেলোয়াড়কে স্বদেশে ফিরে যাওয়ার পর তারা তাদের প্রশিক্ষণে আরও প্রচেষ্টা চালাতে পারবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ছাত্রছাত্রীদের গেমসে অংশগ্রহণকারী প্রতিযোগীদের ক্রীড়া-নৈপুণ্যের অব্যাহত উন্নয়ন হয়েছে। এ সম্পর্কে তিনি বলেন
"আমাদের ছাত্রছাত্রীরা এতো বিখ্যাত প্রতিযোগির সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন, আমি মনে করি, এটি একটি খুবই উল্লেখযোগ্য সুযোগ"।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |