চলতি বছর হচ্ছে চীন ও আসিয়ানের মধ্যে সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। এটা ইন্দোনেশিয়ার আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের বছরও। এ উপলক্ষে ইন্দোনেশিয়ায় 'চীনকে জানুন, ইন্দোনেশিয়ার সফর' কার্যক্রম আয়োজনের তাত্পর্য অনেক। ইন্দোনেশিয়ায় চীনের রাষ্ট্রদূত চাং ছি ইউয়ে এবারের অনুষ্ঠানে বিগত ২০ বছরে চীন ও আসিয়ানের সহযোগিতা পর্যালোচনা করেন। তিনি বলেন, ২০ বছরে চীন ও আসিয়ানের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার হয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চীন ইতোমধ্যেই আসিয়ানের সর্বোচ্চ বাণিজ্য অংশীদার এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সর্বোচ্চ অবাধ বাণিজ্য এলাকায় পরিণত হয়েছে। চীন ও আসিয়ানের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ইতোমধ্যেই এশিয়ার অর্থনীতির স্থিতিশীলতার এক গুরুত্বপূর্ণ নিয়ামকে পরিণত হয়েছে। তাছাড়া, চীন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সংলগ্ন। সেজন্য দুপক্ষের মধ্যে কয়েক সহস্রাব্দের বন্ধুত্বপূর্ণ বিনিময়ের ইতিহাস রয়েছে। এর মধ্যে সংস্কৃতিকে সবসময় দুপক্ষের জনগণের আত্মার সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সেতু বলে মনে করা হয়। চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে সুদীর্ঘকালের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
এ সম্পর্কে তিনি বলেন: "এবারের কার্যক্রমের মধ্য দিয়ে সবাই বৈচিত্র্যময় সংস্কৃতির এক চীন, আধুনিক ও উন্মুক্ত এক চীন এবং শান্তিপূর্ণ উন্নয়নের এক চীনকে দেখতে পাবেন।"–ওয়াং হাইমান
1 2