|
তে জি আমাদের সংবাদদাতাকে বলেন, গত পাঁচ বছরে তিব্বতে আগত দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২ কোটি ১২ লাখ ৫০ হাজার। পর্যটকের সংখ্যায় বার্ষিক প্রবৃদ্ধির হার ৩০ শতাংশ। পর্যটন খাত থেকে মোট আয় হয়েছে ২২.৬২ বিলিয়ন ইউয়ান।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৯৮০ সালে তিব্বতের পর্যটন শিল্পের উন্নয়নের শুরুর দিকে এ খাতে প্রতিষ্ঠান ছিল মাত্র ৫টি। আর বর্তমানে সে সংখ্যা ১ হাজার ৩ শ ছাড়িয়ে গেছে। এখন পর্যটন খাতে কর্মকর্তার সংখ্যা ২ লাখ ৩০ হাজারেরও বেশি আর পর্যটন গাড়ির সংখ্যা ৩ হাজার।
২০১০ সাল নাগাদ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে পর্যটন সেবায় অংগ্রহণকারী কৃষক ও পশুপালকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। পর্যটন আয় হয় ২৯.৪ কোটি ইউয়ান।
পথনির্দেশক হিসেবে তে জি লা মু'র কাজে যোগ দেয়ার এটা দশম বছর। এ পেশার ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে তিনি হাসিমুখে আমাদের সংবাদদাতাকে বলেন:
"আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। ইতোমধ্যেই এ পেশা আমার শখ এবং আমার জীবনের এক অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে।" --ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |