|
এ বিনোদন কেন্দ্র স্থানীয় একজন অধিবাসীর পুনর্বাসনে বসতবাড়ি পুঁজি বিনিয়োগ , সাজসজ্জা ও নকশার মধ্য দিয়ে পুনরায় নির্মাণ করা হয়। এ বছরের এপ্রিল মাসে এ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়। এখানে আপনারা স্থানীয় ঐতিহ্যবাহী ও স্ববৈশিষ্ট্যসম্পন্ন গ্রামীণ খাবার খেতে পারেন। ছাত্রী ছেন কুও লিন হচ্ছেন এ কেন্দ্রের প্রধান এবং কোম্পানির ডিরেক্টর জেনারেল। তিনি মনে করেন, এ কেন্দ্রের ব্যবস্থাপনা স্থানীয় চাহিদার সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। এ সম্পর্কে তিনি বলেন:
"আমাদের কেন্দ্রের কর্মচারী সব স্থানীয় কৃষকের মধ্য থেকে নির্বাচিত। এর মধ্য দিয়ে আমাদের কল্যাণ অর্জন ছাড়া তাঁরাও বসতবাড়ির কাছাকাছি অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ পান। এভাবেই তাঁদের কর্মসংস্থানের সমস্যাও সমাধান করেছে"।
একই সঙ্গে লি সিয়াও তিং আবেগের সঙ্গে আমাদের সংবাদদাতাকে বলেন, এ কেন্দ্র চালুর প্রথম দিনে তাঁরা বহুসংখ্যক অতিথি গ্রহণ করেন। বর্তমানে প্রত্যেক সদস্য এক কাতারে এসে দাঁড়িয়েছেন এবং তাঁদের আস্থাও জোরদার হয়েছে। গ্রামীণ বিনোদন কেন্দ্রের ব্যবসা ছাড়া তাঁরা আরও স্থানীয় কৃষকের সঙ্গে পর্বতের নিচে মুর্গির খামার স্থাপন করেছেন। মুর্গি বড় হওয়ার পর লি সিয়াও তিংসহ গ্রামীণ কর্মকর্তারা মুর্গি নিয়ে বাজারে বিক্রী করেন। এভাবেই এতে কৃষকরাও উপকৃত হন।
বর্তমান লি সিয়াও তিংসহ তরুণ-তরুণী ব্যবসা গড়ে তোলার প্রকল্প চালু হওয়ার দুই মাসে এ কম্পানির উন্নয়ন ত্বরান্বিতকরণে তাঁরা ইতোমধ্যেই ১০ লাখেরও বেশি ইউয়ান সংগ্রহ করেছেন। ছাত্রছাত্রীদের ব্যবসা গড়ে তোলায় উত্সাহ দেয়া এবং স্থানীয় কৃষক নিয়ে একসঙ্গে গ্রামীণ পর্যটন শিল্প উন্নয়নের লক্ষ্যে ওয়েন ছুয়ান জেলার স্থানীয় সরকার ১:১ অনুপাতে অর্থ দিয়ে কোম্পানির ব্যবস্থাপনায় অংশ নেয়। এ জেলার উপ-জেলাপ্রশাসক লি চিয়ে বলেন
"আমাদের সরকারের নীতি হচ্ছে ছাত্রছাত্রীদের গ্রামীণ অফিসাররা ১০ লাখ ইউয়ান সংগ্রহ করলে আমাদের সরকারও ১০ লাখ ইউয়ান অর্থ দেয়। অবশ্যই, সরকারের এ সব অর্থ সরাসরিভাবে কোম্পানিকে প্রদান করে তা নয়, বরং শেয়ার হিসেবে পুঁজি বিনিয়োগ করেছে। কোম্পানির ব্যবস্থাপনা ভাল হলে সরকার এর মধ্য দিয়ে ডিভিডেন্ট প্রদান করে । এভাবেই কোম্পানিটি অবিরামভাবে উন্নয়ন করতে সম্ভব হবে"।–ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |