|
১৯৮০ সালের পর জন্ম হওয়া তরুণ লি সিয়াও তিং চীনের চিয়াং সি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেন। তাঁর লেখাপড়ার মূল বিষয় ছিল বিদ্যুত্ ও তেল। তবে তিনি কখনো ভাবেন নি যে, ২০০৮ সালে চীনে ভয়াবহ ভূমিকম্পের কারণে তিনি চীনের সি ছুয়ান প্রদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারবেন এবং তিনি একজন গ্রামীণ কর্মকর্তায় পরিণত হন। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে আমরা গ্রামীণ কর্মকর্তা লি সিয়াও তিংয়ের গল্প আপনাদের শোনাবো।
" '১২ মে'র পর আমি এখানকার এসেছিলাম। সে সময় শুধু ভূমিকম্প দুর্গত অঞ্চলে সহায়তা দেয়ার জন্য এসেছি , তবে সঙ্গে সঙ্গে আমি গ্রামীণ কর্মকর্তা হিসেবে পরীক্ষা দেই"।
কাজ শুরুর দুই বছর লি সিয়াও তিং সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলার পা চিয়াও মিয়াও গ্রামে কাজ করেন। খুব খেটে কাজ করেন এবং একজন দক্ষ মানুষের হিসেবে শীঘ্রই স্থানীয় সরকারের ভূয়সী প্রশংসা পান লি সিয়াও তিং। এর পর স্থানীয় সরকারের সহায়তায় তিনি অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে আরও বেশি কার্যক্রম হাতে নেন। তা হলো স্থানীয় হুয়াং চিয়া গ্রামে ছাত্রছাত্রীর ব্যবসা গড়ে তোলার প্রকল্পে অংশ নেয়া।
হুয়াং চিয়া গ্রাম হচ্ছে ওয়েন ছুয়ান জেলার দক্ষীণাঞ্চলের ইং সিউ মহকুমার একটি গ্রাম। এখানে ছিল সেবারের ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থল। চীনের কুয়াং তুং প্রদেশের সরাসরি সহায়তায় এখানে ইতোমধ্যেই একটি আধুনিক রীতি-নীতি বিরাজমান গ্রাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন গ্রামীণ পর্যটন শিল্প ব্যাপকভাবে উন্নয়নের সঙ্গে সঙ্গে সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটককে তা আকর্ষণ করেছে।
এ অবস্থা দেখে লি সিয়াও তিংসহ তরুণ-তরুণীদের ব্যবসা গড়ে তোলার আগ্রহ ও আস্থা যুগিয়েছে। তাঁরা নিজস্বভাবে অর্থ সংগ্রহ করে স্থানীয় অধিবাসীর সঙ্গে হুয়াং চিয়া গ্রামের ছাত্রছাত্রীদের ব্যবস্থা গড়ে তোলার প্রকল্প শুরু করেন। এ বছরের মার্চ মাসের শেষ দিকে তাঁরা 'ওয়েন ছুয়ান জেলার হুয়া চিয়া হুয়া থিয়ান উন্নয়ন লিমিটেড কোম্পানি' নিবন্ধিত করেন। এর মধ্যে লি সিয়াও তিং নিজেই ৩০ হাজারেরও বেশি ইউয়ান দিয়ে এ কোম্পানির মধ্যে অন্যতম একজন শেয়ারধারীতেr পরিণত হন। এভাবেই তরুণ-তরুণী গ্রামীণ কর্মকর্তা ও স্থানীয় সরকার যৌথভাবে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠিত হয় এই গ্রামীণ বিনোদন কেন্দ্র 'ইয়ুন হুয়া শান চুয়াং' অর্থাত্ 'ইয়ুন হুয়া পর্বত গ্রাম' ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |