|
অল্প বয়সের কারণে সিয়াং পিয়ান চিয়া ছুও গণমুক্তি ফৌজের চীনা ভাষা ক্লাসে অংশ নেয়ার সুযোগ পান। তিনি আমাদের সংবাদদাতাকে বলেন, সে সময়কার তিব্বতে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ খুবই কম ছিল। সুতরাং এবার সুযোগ পেয়ে সিয়াং পিয়ান চিয়া ছুও খুবই যত্নবান হন লেখাপড়ার প্রতি। চীনা গণমুক্তি ফৌজে তাঁর জীবন আগের মতো দারিদ্রপীড়িত ছিল না। তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন যে, গণমুক্তি ফৌজে যোগ দেয়ার পরই তিনি প্রথমবারের মতো বাদাম খেতে এবং লেপের ভেতরে শুতে পারেন। অতীতকে স্মরণ করে তিনি গভীর আবেগের সঙ্গে বলেন:
"সে সময় সাধারণ অধিবাসীদের জীবন-যাপনের অবস্থা খুব দুর্বল ছিল। আমার পরিবারের উদাহরণ দিয়েই বলতে পারি, চীনা গণমুক্তি ফৌজে অংশ নেয়ার আগে আমি কখনো লেপের ভেতরে শুইনি। আমার একজন অন্ধ মামা ছিলেন। আমি তাঁর সঙ্গেই একটি তিব্বতী গরম কাপড়ের মধ্যে শুতাম। গণমুক্তি ফৌজে অংশ নেয়ার পর আমি সত্যিকারভাবে লেপের ভেতরে শুতে পারি।"
গণমুক্তি ফৌজ তিব্বতে আসার সঙ্গে সঙ্গে সড়ক নির্মাণের কাজও শুরু করে। তাঁরা তিব্বতের ইতিহাসের প্রথম সড়ক — ছুয়ান-তিব্বত সড়ক নির্মাণ করে। চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেং তু থেকে তিব্বতের রাজধানী লা সা পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য ২ হাজার ৪ শ কিলোমিটারেরও বেশি। এ সড়ক নির্মাণে ৩ সহস্রাধিক সৈন্য তাঁদের জীবন বিসর্জন দেন। অর্থাত্ এ সড়ক নির্মাণের কাজ খুবই কঠিন ছিল। সড়কটি চালুর হওয়ায় তিব্বতে আকাশ-পাতাল পরিবর্তন হয়। এ সম্পর্কে সিয়াং পিয়ান চিয়া ছুও বলেন:
"তিব্বতের উন্নয়ন ও পরিবর্তন ব্যাপক। পুরানো তিব্বতে ১ কিলোমিটার সড়কও ছিল না। তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির পর প্রথম কাজ হয় সড়ক নির্মাণ। এটি অধিবাসীদের জন্য কত কল্যাণ সৃষ্টি করেছে, সেটা হয়তো ভালভাবে বলতে পারছি না আমি।"
১৯৫১ সালের ২৩ মে তিব্বত শান্তিপূর্ণভাবে মুক্ত হয়। সিয়াং পিয়ান চিয়া ছুও তিব্বতের ক্যাডার বিদ্যালয়ে তিব্বতী ভাষা নিয়ে গবেষণা করেন। সেখানে তিনি প্রচুর বিখ্যাত সাহিত্য পড়েন এবং লেখালেখির চেষ্টা করেন। ১৯৮০ সালে তাঁর উপন্যাস 'কে সাং মেই তুও' প্রকাশিত হয়। এটি নয়া চীন প্রতিষ্ঠার পর কোনো তিব্বতী লেখকের প্রথম উপন্যাস।
সিয়াং পিয়ান চিয়া ছুও'র উপন্যাসে তার নিজের জীবনকথা বিধৃত হয়েছে। গণমুক্তি ফৌজের সদস্য হিসেবে তাঁর তিব্বতে যাওয়া ও তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ তাঁর নিজের জীবনের ওপর গভীর ও প্রগাঢ় প্রভাব ফেলে।–ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |