|
কুয়াং চৌ'র দক্ষিণাঞ্চলে অবস্থিত 'এশীয় শহর' হচ্ছে এশীয় গেমসের এক প্রধান প্রকল্প। এ প্রকল্পের আয়তন ২৭ লাখ ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে রয়েছে খেলোয়াড় গ্রাম, প্রযুক্তিবিদ ও কর্মী গ্রাম, সংবাদমাধ্যম গ্রাম, সংবাদমাধ্যম কেন্দ্র, পশ্চাদসেবা বিভাগ, ক্রীড়া জিমনেশিয়াম ও এশীয় পার্কের সাতটি অংশ। এখানকার প্রতিষ্ঠানগুলো কেবল যে এশীয় গেমসের প্রতিযোগিতার চাহিদা পূরণ করেছে তা নয়; তা কুয়াং চৌ'র দক্ষিণাঞ্চলের উন্নয়ন কৌশলের এক গুরুত্বপূর্ণ বিষয়েও পরিণত হয়েছে। এটা হবে ৫ লাখ জনসংখ্যা অধ্যূষিত এক বৃহত্তম মাত্রার বহুমুখী কমিউনিটি। কুয়াং চৌ 'লি হে' রিয়েল এস্টেট উন্নয়ন কম্পানি লিমিটেডের প্রধান লিউ থিয়ান ইয়ু বলেন, এশীয় শহর কেবল যে কুয়াং চৌ শহরের বস্তুগত পরিস্থিতি পরিবর্তন করেছে তা নয়; তা বরং কুয়াং চৌকে আন্তর্জাতিকীকরণ লক্ষ্যে এগুনোর জন্য সহায়তা দিয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে এশীয় শহরের বাড়ি বিক্রির অবস্থা খুবই ভালো। তাঁর ভাষ্য:
"এ বছরের ৩০ জানুয়ারি আমরা ওই কার্যালয়ের এ প্রকল্প গ্রহণ করি। এখন আমরা প্রতিবন্ধীদের ব্যবহৃত বাড়িঘর পুনর্গঠনের কাজ করছি। এটি ৩০ জুনে আগে আবার খোলা হবে।"
কুয়াং চৌ এশীয় গেমস ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, তবে মানুষের মন থেকে ক্রীড়া ও শরীরচর্চার আগ্রহ ছেড়ে যায়নি। এ জন্য এশীয় গেমস স্টেডিয়ামের প্রতিযোগিতা-উত্তর পুনর্ব্যবহারকে সরল এশীয় গেমসের এক গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে দেখে কুয়াং চৌ শহরের ক্রীড়া ব্যুরো। অধিবাসীদের জন্য এখানকার শরীরচর্চা স্থাপনাসহ বিভিন্ন কল্যাণকর ব্যবস্থা নেয়া হয়। শরীরচর্চার পরিবেশ অধিবাসীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এ সম্পর্কে কুয়াং চৌ শহরের ক্রীড়া ব্যুরোর উপ-মহাপরিচালক চাং হুয়াং বলেন:
"এশীয় গেমস শুধুমাত্র ক্রীড়ার ব্যাপার নয়। এর মধ্য দিয়ে অধিবাসীরা আনন্দ ও সুখ বোধ করেন, যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন স্টেডিয়ামের মধ্য দিয়ে গণকল্যাণ প্রতিফলিত হওয়া দরকার। এতে অধিবাসীরা উপকৃত হবেন।"–ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |