|
২০১০ সালে চীনের কুয়াং চৌ শহরে অনুষ্ঠিত ১৬তম এশীয় গেমস ছিল পেইচিং অলিম্পিক গেমসের পর চীনে অনুষ্ঠিত আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। কুয়াং চৌ এ প্রতিযোগিতা আয়োজনের অধিকার পাওয়ার জন্য ২০০৪ সালের ১ জুলাই কুয়াং চৌ শহরের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সরল, কল্যাণকর ও বাস্তব এশীয় গেমস আয়োজনের আশা প্রকাশ করে। এশীয় খেলোয়াড়দের জন্য এক উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা প্ল্যাটফর্ম সৃষ্টি করা ছাড়াও এবারের এশীয় গেমস কুয়াং চৌ শহরের ভবিষ্যতের উন্নয়ন ত্বরান্বিত এবং স্থানীয় অধিবাসীদের কল্যাণ সৃষ্টি করে। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
চীনের কমিউনিস্ট পার্টির কুয়াং চৌ কমিটির সম্পাদক সু চি জিয়া বলেন, এশীয় গেমস আয়োজনের প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় সবসময় সরল ধারণা বজায় ছিল। এ সম্পর্কে তিনি বলেন:
"সরল এশীয় গেমস সুষ্ঠুভাবে এর আয়োজনের সঙ্গে সম্পর্কিত। একবার সরল এশীয় গেমস বাস্তবায়িত হলে মৌলিক ও নিত্যদিনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে করতে আমরা বাধ্য হই। এর মধ্যে রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড ব্যবস্থা গড়ে তোলা এবং বিভিন্ন নীতি নির্ধারণ করা। কর্মকাণ্ড ব্যবস্থা ক্ষেত্রে আমরা তত্ত্বাবধান গ্রুপ প্রতিষ্ঠিত করেছি। এ গ্রুপটি সব শৃঙ্খলা কমিটি, হিসাব নিরীক্ষণ বিভাগ ও পরীক্ষা বিভাগসহ পেশাগত বিভাগের কর্মীদেরকে নিয়ে গঠিত। একই সঙ্গে আমরা এশীয় গেমসের তত্ত্বাবধান কমিটি স্থাপন করেছি। এ কমিটির সদস্যরা সবাই গণ কংগ্রেসের প্রতিনিধি, রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য এবং বিভিন্ন দলের ও সামাজিক বিভিন্ন মহলের প্রতিনিধি। নীতি নির্ধারণ ক্ষেত্রে আমরা মোট ৮ শ'রও বেশি নীতিমালা নির্ধারণ করেছি। এর মধ্য দিয়ে আইন অনুসারে বিভিন্ন ধারা ও শৃঙ্খলা লংঘনের আচরণ ব্যাপকভাবে কমেছে।"
২০০৭ সালে কুয়াং চৌ গুরুত্বপূর্ণ গণঅবকাঠামো প্রকল্প সংক্রান্ত ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠিত হয়। এ কার্যালয়ের প্রধান দায়িত্ব এশীয় গেমস প্রকল্পের ব্যবস্থাপনা কর্মকাণ্ড পরিচালনা করা। কীভাবে ১০ বিলিয়নেরও বেশি ইউয়ানের নির্মাণ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়, তা সরল এশীয় গেমস বাস্তবায়নের এক প্রধান লক্ষ্য।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |