Web bengali.cri.cn   
শাংরিলার ডাকবাহক নিমালামু
  2011-06-01 15:11:13  cri

নিমালামু বলেন, তাঁর সবচেয়ে আনন্দের ব্যাপার হলো ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত পত্র পাঠানো। প্রতি বছরের জুলাই ও আগস্ট হচ্ছে নিমালামুর সবচেয়ে ব্যস্ত সময়। ভর্তিপত্র পাঠানো খুব জটিল কাজ। তবে অধিক থেকে অধিকতর সংখ্যক তিব্বতী তরুণ-তরুণী পাহাড়ের বাইরে যেতে পারছে এ অবস্থা দেখে নিমালামু খুব আনন্দ বোধ করেন। এ সম্পর্কে তিনি বলেন:

"ভর্তিপত্র পাঠানোর সময়টা ঠিক জুলাই ও আগস্ট মাস। সেসময় চীনের আবহাওয়া গরম থাকে এবং প্রায়ই বৃষ্টিপাত হয়। সেজন্য চিঠি পাঠানোর কাজ আরও কঠিন হয়ে ওঠে। তবে সমস্যা জটিল হলেও আমি কাটিয়ে উঠতে পারি। ছাত্রছাত্রীদের ভর্তিপত্র পাওয়ার আনন্দ দেখে আমিও আনন্দিত হই।"

চীনের ডাক গোষ্ঠীর উপ-মহাব্যবস্থাপক ফেং সিন শেং বলেন, চীনে নিমালামুর মতো হেঁটে চলা ডাকবাহকের সংখ্যা ১০ হাজারেরও বেশি। তাঁরা বিশ্বস্ততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে পাহাড় অঞ্চলে অধিক থেকে অধিকতর হারে সড়ক স্থাপিত হচ্ছে।

তবে ডাকবাহকরা এখনো হেঁটে চলার মাধ্যমে চিঠি পাঠিয়ে চলেছেন। কারণ পাহাড় অনেক উচুঁ; সেখানে গাড়িতে করে যেতে হেঁটে যাওয়ার চেয়েও বেশি সময় লাগে। তাই ডাক সেবার মান উন্নয়নে কেবল ডাক গোষ্ঠী নিজের প্রচেষ্টাই যথেষ্ট নয়; তার জন্য সমগ্র সমাজের যৌথ প্রচেষ্টা ও সহায়তা দরকার। এ সম্পর্কে ফেং সিন শেং বলেন:

"ডাকবাহকদের কর্ম পরিস্থিতি খুবই দুর্বল। আমাদের কম্পানি তাঁদের অবস্থার উন্নয়নের জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শুধু আমাদের প্রচেষ্টাই যথেষ্ট নয়, যদি প্রত্যেক গ্রামে সত্যিকারভাবে সড়ক চালু হয়, তাহলে আমাদের ডাকবাহকদের কর্মকাণ্ডের অবস্থা উন্নয়নে নিশ্চয়তা পাবে।"

ডাকবাহক নিমালামু অনবরত হেঁটে চলেছেন তাঁর পথ ধরে। রোদ-বৃষ্টি ও বাতাস তাঁর মুখ বুদ্ধিদীপ্ত করেছে। তবে তাঁর সহজ ও সরল মুখ এবং চোখের নির্মল প্রকাশ আরও সুন্দর হয়ে ফুটে ওঠে। --ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040