|
চীনের ইয়ুন নান প্রদেশের শাংরিলা ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণাঞ্চলে অবস্থিত। এখানকার দৃশ্য খুবই মনোরম। তবে এখানকার প্রাকৃতিক গঠন বিপদজনক বলে বাইরের সাথে স্থানীয় অধিবাসীদের যোগাযোগ খুবই কম। ডাক ব্যবস্থা হচ্ছে বাইরের সঙ্গে এখানকার যোগাযোগের একমাত্র উপায়। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে আমরা শাংরিলার নারী ডাকবাহক নিমালামুর গল্প শুনবো।
তিব্বতী ভাষায় নিমালামুর অর্থ হচ্ছে রোদ পরী। আসলে স্থানীয় অধিবাসীদের কাছে নিমালামু পরীর মতোই সুন্দরী। তিনি অনেকের মনে সুখ এনে দিয়েছেন। এ বছর ১৩ মে বিশ্ব ডাক ইউনিয়নের আমন্ত্রণে নিমালামু সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউনিয়নের বার্ষিক সম্মেলনে নিজের ডাকবাহক কর্মকাণ্ড তুলে ধরেন। তাঁর বক্তব্য অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ডাকবাহক প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা কুড়ায়। কী কী গুণে একজন সাধারণ নারী ডাকবাহক স্থানীয় অধিবাসীর ভালোবাসা যেমন অর্জন করেছেন, তেমনি পেয়েছেন সহকর্মীদের প্রশংসাও? এ প্রশ্ন নিয়ে আজ আমরা নিমালামুর জীবনে প্রবেশ করবো।
শাংরিলার অধিকাংশ গ্রাম গহিন পাহাড়ে অবস্থিত। সেজন্য সেখানকার চিঠিপত্র ডাকবাহকদের হেঁটে চলার ওপর নির্ভর করে পাঠানো হয়। কিছু কিছু চিঠি পৌঁছে দিতে ডাকবাহকদেরকে কেব্ল স্লাইডিং বা তার পিছলানো পদ্ধতিও অবলম্বন করে নদী পার হতে হয়। তবে জোয়ারের সময় নদীর ওপর কেব্ল স্লাইডিং করা খুবই বিপদজনক ব্যাপার। কেব্ল স্লাইডিং সম্পর্কে প্রথম দিককার অভিজ্ঞতা সম্পর্কে নিমালামু বলেন,
"প্রথম প্রথম কেব্ল স্লাইডিং করতে আমার ভীষণ ভয় লাগতো। প্রথম দিকে আমার শিক্ষক আমাকে অনেক দৃষ্টান্ত শিখিয়েছেন। কিন্তু তারপরও আমি খুব ভয় পাই। তবে আমি নিজেই নিজেকে বলি 'নদীর ওপারের অধিবাসীরা প্রতিদিন কেব্ল স্লাইডিংয়ের মাধ্যমে এপারে আসেন। তাহলে আমি কেন পারবো না? যেমন ভাবা তেমন কাজ; আমি শিক্ষকের সহায়তায় কেব্ল স্লাইডিং করে নদীর ওপারে পৌঁছে যাই।"
তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। নিমালামু বলেন, এখন আর তাঁর কেব্ল স্লাইডিং করার দরকার হয় না। কারণ নদীতে ইতোমধ্যেই সেতু স্থাপিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের জীবন-যাত্রার মানে ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনসহ পণ্য প্রেরণ ইতোমধ্যেই নিমালামুর ডাকব্যাগে এক প্রধান বস্তুতে পরিণত হয়েছে। এভাবেই তাঁর ব্যাগ আগের চেয়ে আরও বড়, আরো ভারী হয়ে উঠেছে। তবে তিনি বলেন, তাঁর যত ক্লান্তিই হোক না কেন, অধিবাসীরা যে খুব খুশি হন এটাই উল্লেখযোগ্য।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |