|
এ প্রদর্শনীর ব্যাপকতাও আরও সম্প্রসারিত হয়েছে এবং দেশি-বিদেশি সাংস্কৃতিক শিল্প উন্নয়নে সহযোগিতা ও যৌথ উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সার্বিক সহায়তা ও সক্রিয় অংশগ্রহণে শেন চেন সাংস্কৃতিক প্রদর্শনী সুন্দরভাবে সম্পন্ন হবে"।
জানা গেছে, এবারের সাংস্কৃতিক প্রদর্শনী হচ্ছে ৯টি প্রধান প্রদর্শনী ভবন এবং ৪০টি শাখা ভবন জুড়ে। এ প্রদর্শনীর মাত্রা, কার্যকরিতা ও প্রভাব অতীতের যে কোনো প্রদর্শনীকে ছাড়িয়ে গেছে। শেন চেন শহরের উপ-মেয়র উ ই হুয়ান বলেন:
"সপ্তম সাংস্কৃতিক প্রদর্শনী চীনা সংস্কৃতি শিল্পের গুরুত্বপূর্ণ কৌশলগত সুযোগপর্বে সৃষ্টি হয়, যা সার্বিকভাবে একাদশ পাঁচশালা পরিকল্পনা সময়পর্বে সাংস্কৃতিক ব্যবস্থার সংস্কার ও সংস্কৃতি শিল্প উন্নয়নের লক্ষণীয় সাফল্য প্রদর্শন করেছে।"
এবারের প্রদর্শনী আয়োজনের স্থান শেন চেনের সাংস্কৃতিক শিল্প সবসময় দ্রুত উন্নয়ন প্রবণতায় বজায় রেখেছে। সেখানকার সাংস্কৃতিক শিল্পের পরিমাণ ২০০৪ সালে গোটা শহরের মোট দেশজ উত্পাদনের ৪.২ শতাংশ থেকে বেড়ে ২০০৯ সালে ৬.৪৮ শতাংশে দাঁড়িয়েছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |