|
চারদিনব্যাপী চীনের সপ্তম আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্প সংক্রান্ত প্রদর্শনী ১৩ মে শেন চেনে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রদর্শনী বিশ্বের ৮৯টি দেশ ও অঞ্চলের ১০ হাজারেরও বেশি দেশি-বিদেশি ব্যবসায়ী আকর্ষণ করে। চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্র-শাসিত মহানগর এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ানের সংশ্লিষ্ট প্রদর্শনী ব্যবসায়ীরা এতে অংশ নেন। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
চীনের অত্যন্ত গুরুত্ববহ রাষ্ট্রীয় পর্যায়ের, আন্তর্জাতিক ও বহুমুখী সাংস্কৃতিক শিল্প প্রদর্শনী হিসেবে এবারের প্রদর্শনী সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৭৮ বিলিয়ন ইউয়ানে। সাংস্কৃতিক প্রদর্শনী কেবল চীনা সংস্কৃতি শিল্প উন্নয়নে এক উচ্চ-পর্যায়ের বিনিময় ও তথ্য প্ল্যাটফর্ম গড়ে তুলেছে তা নয়; তা প্রচুর অর্থ, প্রকল্প, তথ্য, প্রযুক্তি ও প্রযুক্তিবিদের সমাবেশ ঘটায় শেন চেনে। এটা অত্যন্ত জোরালোভাবে আঞ্চলিক সাংস্কৃতিক শিল্পের উন্নয়নের গতি ত্বরান্বিত করেছে।
চীনের প্রচার উপমন্ত্রী ও জাতীয় বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরোর মহাপরিচালক ছাই ফু ছাও এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন:
"শেন চেন সাংস্কৃতিক প্রদর্শনী ষষ্ঠবারের মতো সাফল্যের সঙ্গে আয়োজিত হচ্ছে বলে দেশে-বিদেশে তা ব্যাপক সাড়া জাগিয়েছে। এবারের প্রদর্শনীর মধ্য দিয়ে সাংস্কৃতিক ক্ষেত্রের সর্বশেষ সাফল্য তুলে ধরা হচ্ছে। অতীতের সব প্রদর্শনীর চেয়ে এটা বেশি সমৃদ্ধ হয়ে উঠেছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |