Web bengali.cri.cn   
সৃজনশীল খাতে চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহতরাখার প্রচেষ্টা চালিয়ে যাবে ইতালি
  2011-05-04 14:32:08  cri

এ সব কেন্দ্র প্রতিষ্ঠা কার্যকরভাবে চীন ও ইতালির নকশা ও সৃজনশীল সম্পদকে সমন্বিত করবে এবং শহর গঠনকাজে, সৃজনশীল অর্থনীতি ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি অবদান রাখবে। ব্রুনেত্তা আরো বলেন, দ্রুত উন্নয়নের দেশ চীন বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সৃজনশীল নকশার শক্তি বাড়ানোর মধ্য দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে এক উপযুক্ত ব্যবস্থা। এ ক্ষেত্রে ইতালির সঙ্গে সহযোগিতা জোরদার করার জন্য চীনের ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন:

"চীনের অর্থনীতির পুনরুজ্জীবন দরকার নেই। কারণ চীনের অর্থনীতিতে সবসময় স্থিতিশীল গতির উন্নয়ন হচ্ছে। অবশ্য, শুধু উন্নয়নই যথেষ্ট নয়। ১.৪ বিলিয়ন জনসংখ্যা অধ্যূষিত চীনের দরকার আরও অনেক ক্ষেত্রে উন্নয়নের পশ্চাত্পদতা সমস্যা মোকাবিলা করা। যেমন গ্রাম, ছোট শহর, প্রবীণ জনসংখ্যা এবং ডিজিটালায়নসহ বিভিন্ন সমস্যা। এবার চীন সফরকালে আমি পরিবহন ব্যবস্থা, বন্দর, বিমানবন্দর ও এক্সপ্রেস সড়কসহ অনেক ক্ষেত্রে ব্যাপক মাত্রার অবকাঠামোগত উন্নয়ন দেখেছি। তবে আমি মনে করি, কল্যাণ, বীমা ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের আরও বেশি প্রচেষ্টা চালানো দরকার।

সৃজনশীল নকশা ক্ষেত্রে বিশ্বের মধ্যে ইতালিতে শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ, প্রযুক্তি ও মেধাস্বত্বের সঞ্চয় রয়েছে। চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন ও কাঠামোর রূপান্তরে নকশা ও সৃজনশীলতার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং, সৃজনশীল নকশায় চীন ও ইতালির সহযোগিতা বেশ সমৃদ্ধ হয়ে উঠবে। এবারের দুদেশের সরকারি সহযোগিতা যেমন চীনের সৃজনশীল নকশা শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করবে, তেমনিও এ ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতালির শীর্ষস্থান বজায় রাখার জন্যও সহায়ক হবে। এ সম্পর্কে ব্রুনেত্তা আরো বলেন:

"চীনের আরো বেশি উন্নয়ন হলে, তা বিশ্বের জন্য আরও বেশি চাহিদা ও সুযোগ সৃষ্টি করতে পারবে। সুতরাং, কার্যকরভাবে চীনের এ ধরনের বিষয় ব্যবহার করা দরকার। এ ক্ষেত্রে ইতালি চীনের সঙ্গে সঠিক ও ফলপ্রসূ দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করেছে। বর্তমানে দুদেশের শীর্ষ নেতাদের নির্ধারিত দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য বাস্তবায়নের জন্য দুপক্ষ অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।"–ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040