Web bengali.cri.cn   
সৃজনশীল খাতে চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহতরাখার প্রচেষ্টা চালিয়ে যাবে ইতালি
  2011-05-04 14:32:08  cri

বন্ধুরা, 'চীন ও ইতালির নকশা ও সৃজনশীল কেন্দ্র' ২১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শাংহাই'র 'থুং চি' বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে। চীন ও ইতালির দুবছরের প্রচেষ্টার পর এ কেন্দ্রের উদ্বোধন নকশা ও সৃজনশীল খাতে সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক সূচনার প্রতীক। এ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইতালির গণপ্রশাসন ও সৃজনশীল মন্ত্রী রেনাতো ব্রুনেত্তা রোমে চীন আন্তর্জাতিক বেতারকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, এ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সৃজনশীল সহযোগিতা ক্ষেত্রে চীনের সঙ্গে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে ইতালি আগ্রহী। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

'চীন ও ইতালির নকশা ও সৃজনশীল কেন্দ্র' চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইতালির গণপ্রশাসন ও সৃজনশীল মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে দুদেশের সরকারি সহযোগিতার মাধ্যমে স্থাপিত রাষ্ট্রীয় পর্যায়ের নকশা ও সৃজনশীল গবেষণা কেন্দ্র এবং সেবাগত প্ল্যাটফর্ম। গত অক্টোবরে রোমে দুদেশের প্রধানমন্ত্রীদের প্রকাশিত 'চীন ও ইতালির অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত ত্রিবার্ষিক কর্মসূচির' এক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও এটি। ব্রুনেত্তা অবহিত করেন, এ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে নকশা ও সৃজনশীল ক্ষেত্রে দুদেশের সুবিধার পরস্পরের পরিপূরকতা জোরদার এবং নকশা ক্ষেত্রে দুদেশের ব্যাপক ক্ষেত্র ও বহু পর্যায়ের সহযোগিতা ত্বরান্বিত করা। এ সম্পর্কে তিনি বলেন:

"সৃজনশীল নকশা ও শিল্প নকশা ক্ষেত্রে চীনের চাহিদা প্রচুর। তবে এ ক্ষেত্রে ইতালি বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। আশা করি, যোগানের ক্ষেত্রে এ কেন্দ্র চীন ও ইতালির মধ্যে এক উপযুক্ত প্ল্যটফর্ম সৃষ্টি করবে। এটা স্বচ্ছ, আনুষ্ঠানিক ও পারস্পরিক কল্যাণকর উপায়ের মাধ্যমে যোগানকে সমন্বিত করবে"।

এ কেন্দ্র 'এক নম্বর শাংহাই আন্তর্জাতিক নকশা ভবনে' অবস্থিত। এর মধ্যে 'চীন ও ইতালির নকশা ও সৃজনশীলতা সংক্রান্ত শাংহাই কেন্দ্র', 'চীন ও ইতালির শিল্প নকশা সংক্রান্ত হু নান কেন্দ্র', 'চীন ও ইতালির উত্তরাধিকার সংরক্ষণ সংক্রান্ত নকশা কেন্দ্র' এবং 'চীন ও ইতালির পোষাক নকশা সংক্রান্ত শাংহাই কেন্দ্রসহ অনেক শাখা কেন্দ্র রয়েছে। এগুলো যথাক্রমে শাংহাই 'থুং চি' বিশ্ববিদ্যালয়, হুনান শিল্প নকশা সমিতি, তুং হুয়া বিশ্ববিদ্যালয় এবং শেন চেন নকশা কেন্দ্রের সৃজনশীল শিল্প মেলাসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা চালাবে।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040