|
এ সম্পর্কে তিনি বলেন: "আমাদের হান ভাষা শিক্ষাদানের সু ইতিহাস রয়েছে। কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে চীনা ক্লাস রয়েছে। আমরা আশা করি, আমাদের অধিবাসীরা আরো সুষ্ঠুভাবে চীনা জনগণ, চীনা সংস্কৃতি ও চীনা সমাজকে জানতে পারবেন।"
চীনের শিক্ষা মন্ত্রী ইউয়ান কুই রেন বলেন, ভাষা হচ্ছে সংস্কৃতির বাহক, বিনিময়ের যন্ত্র ও যোগাযোগের সেতু। কনফুসিয়াস ইন্সটিটিউটের সদরদপ্তর ওরেগন রাজ্যের হান ভাষা উন্নয়ন কর্মসূচীকে আরও ব্যাপক সমর্থন করবে। এ সম্পর্কে তিনি বলেন:
"কনফুসিয়াস ইন্সটিটিউটের সদরদপ্তর হান ভাষা শিক্ষকের প্রশিক্ষণ ও চীনা স্বেচ্ছাসেবক শিক্ষক পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে"।
জানা গেছে, ওরেগন রাজ্যে মাধ্যমিক বিদ্যালয় ও স্কুলে কনফুসিয়াস ইন্সটিটিউটের দ্রুত উন্নয়ন প্রবণতা ছাড়াও স্থানীয় বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইন্সটিটিউটও অব্যাহতভাবে তেজি হয়ে উঠেছে। এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনের সঙ্গে এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতামূলক খাত বেশি। এ সম্পর্কে তিনি বলেন:
"চীনের সঙ্গে ওরেগন রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীর যোগাযোগ রয়েছে। চলতি বছর ১ হাজার ৫ শ'রও বেশি চীনা অধ্যায়নরত ছাত্রছাত্রী আমাদের সাতটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। আমাদেরও ১ শ'রও বেশি ছাত্রছাত্রী চীনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।"
অধ্যায়নরত ছাত্রছাত্রী পাঠানো হচ্ছে দুপক্ষের মানবিক বিনিময় প্রকল্পের এক গুরুত্বপূর্ণ বিষয়। পোর্টল্যান্ডের শহর সমিতির মহাপরিচালক বলেন, তিনি বহুবার চীন সফর করেছেন এবং নিজের মেয়েকে নিয়ে চীনে কয়েক মাস বসবাস করেছেন। তাঁর মেয়ে চীনকে খুবই পছন্দ করে। ছোট্ট মেয়েকে চীনাদের আতিথেয়তা মুগ্ধ করে। এখন তাঁর মেয়েও চীনা ভাষা শেখায় খুব আগ্রহী হয়ে উঠেছে।–ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |