|
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চলের ওরেগন রাজ্যে পোর্টল্যান্ড নামে এক শহর রয়েছে। তবে এ শহরের আরেকটি সুন্দর নাম আছে -- 'গোলাপ শহর'। যুক্তরাষ্ট্র সফররত চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার লিউ ইয়ান তুং ১৫ এপ্রিল পোর্টল্যান্ডে ওরেগন রাজ্যে ১২টি কনফুসিয়াস ইন্সটিটিউটের উদ্বোধন করেন। এ রাজ্যের রাজনৈতিক ও জ্ঞান-বিজ্ঞান মহল মনে করে, চীনের সঙ্গে এখানকার ক্রমবর্ধমান আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময়ের কারণে এখানে 'হান ভাষা শেখার আগ্রহ' অবিরাম বেড়ে চলেছে। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে এ রাজ্যের সহযোগিতা আরো গভীর ও জনগণের মনোভাব ত্বরান্বিত করতে সক্ষম।
পোর্টল্যান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ওরেগোন রাজ্যের এক সর্বোচ্চ শহর। স্থানীয় আবহাওয়া গোলাপ চাষ করার সঙ্গে সঙ্গে খুবই খাপ খাওয়ার কারণে এ শহরকে 'গোলাপ শহর' বলে অভিহিত করা হয়। ১৫ এপ্রিল চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার লিউ ইয়ান তুংয়ের নেতৃত্বাধীন চীনা প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত স্টেশন—পোর্টল্যান্ডে পৌঁছান। বিমান বন্দরে তাঁরা স্থানীয় কর্মকর্তাদের আন্তরিক সম্বর্ধনা পান। এ গোলাপ শহরে হান ভাষা শেখার আগ্রহ অব্যাহতভাবে জোরদার হচ্ছে বলে ইতোমধ্যেই এ শহরের এক নতুন উল্লেখযোগ্য বিষয়ে পরিণত হয়েছে। এদিন ১২টি কনফুসিয়াস ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান একই সঙ্গে পোর্টল্যান্ডে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে একসঙ্গে এতো বেশি সংখ্যক কনফুসিয়াস ইন্সটিটিউটের উদ্বোধনী এই প্রথম।
লিউ ইয়ান তুংকে পোর্টল্যান্ডে আসার জন্য চিঠি লিখতেন তৃতীয় বর্ষের এক ছাত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে লিউ ইয়ান তুংকে দেখে সেই ছাত্রী তার আনন্দের কথা ব্যক্ত করেন। এ সম্পর্কে তিনি বলেন:
"আমি রাষ্ট্রীয় কাউন্সিলারকে পোর্টল্যান্ডে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখতাম। এখন আপনি সত্যি এসেছেন। এ জন্য আমি খুব আনন্দিত। যদি আমি চীন যাওয়ার সুযোগ পাই, তাহলে আমি নিশ্চয়ই আপনাকে দেখার জন্য পেইচিংয়ে যাবো।"
হান ভাষা শিক্ষাদান ক্ষেত্রে পোর্টল্যান্ড ও ওরেগন রাজ্য বহুবার সারা যুক্তরাষ্ট্রের প্রথম অবস্থান দখল করে। ২০০৮ সালে এ রাজ্যের মিডফোর্ড শহরে যুক্তরাষ্ট্রের প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।
ওরেগন রাজ্য হচ্ছে বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান অধ্যূষিত স্থান। বিশ্ববিখ্যাত খেলাধুলা সরঞ্জাম-ব্র্যান্ড নাইক কম্পানির সদরদপ্তর ও ইন্টারনেট গবেষণা কেন্দ্র উভয়েই পোর্টল্যান্ড শহরের কাছাকাছি অঞ্চলে অবস্থিত। একই সঙ্গে চীনের বিখ্যাত পোশাক কম্পানি — লি নিং গোষ্ঠিও উত্তর আমেরিকায় তার সদরদপ্তর পোর্টল্যান্ডে রাখার ঘোষণা করেছে সম্প্রতি। এ রাজ্যের গভর্নর বলেন, চীন হচ্ছে ওরেগন রাজ্যের এক সর্বোচ্চ রপ্তানি বাজার। ওরেগন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর বেশ গুরুত্ব দেয়। এর মধ্যে হান ভাষা উন্নয়ন হচ্ছে এক গুরুত্বপূর্ণ উপায়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |