Web bengali.cri.cn   
পেইচিংয়ে ' ভারতের আলোকচিত্র প্রদর্শনী'র মধ্য দিয়ে ভারতীয় রীতি-নীতি প্রদর্শিত
  2011-03-23 16:44:40  cri

প্রদর্শনীতে আসা দর্শকরা ভারতের ওপর গভীর আগ্রহ প্রকাশ করেন। ৭০ বছরেরও বেশি বয়স্ক ছেন লি সিং হিন্দী ভাষার অনুবাদে অনেক বছর কাজ করেছেন। তিনি বহুবার ভারতে গিয়ে লেখাপড়া এবং সফর করেছেন। তিনি ভারতকে নিজের দ্বিতীয় জন্মস্থান হিসেবে মনে করেন। এবারের প্রদর্শনী সম্পর্কে তিনি হিন্দী ভাষায় বেশ প্রশংসা করে বলেন:

"আমি সবসময় মনে করি যে, ভারত একটি খুবই সুন্দর দেশ। এবারের ছবি প্রদর্শনী খুবই সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছে। আমরা এ সব ছবির মাধ্যমে একটি নতুন ভারতকে জানতে পারছি। এবারের কর্মসূচীর লক্ষ্যও খুবই ভাল! নতুন ভারত, নতুন জনগণ এবং নতুন পথ"।

দর্শক লিউ কখনো ভারতে যাননি। ভারতে যাওয়ার প্রত্যাশায় রয়েছেন তিনি। তিনি বলেন, অন্যজনের কাছ থেকে শুনেছেন ভারত খুবই সুন্দর । যার সংস্কৃতি বৈশিষ্ট্যসম্পন্ন এবং ইতিহাসও সুদীর্ঘকালের। তবে দুঃখের ব্যাপার হচ্ছে নিজেই কখনো সে দেশে যাননি। তিনি আমাদের সংবাদদাতাকে বলেন:

"এবারের প্রদর্শনীকে ভারতের খুবই গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশী ও সহযোগিতার অংশীদার হিসেবে চীনা পাঠক ও দর্শক ভারতের সংস্কৃতি ও পর্যটনকে জানার জন্য সৃষ্ট এক উপযুক্ত সুযোগ বলে মনে করা হয়। আশা করি, আরও বেশি মানুষ এ প্রদর্শনীতে আসবেন এবং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বিনিময় জোরদার করবেন"।

চীনের গণ যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার শিক্ষক চাং সিয়াও ইয়ু দক্ষিণ এশিয়ায় লেখাপড়া করেছিলেন। তিনি ভারতের সংস্কৃতিতে বেশ আগ্রহী। তিনি বাংলা ভাষায় বলেন, আমি মনে করি, এবারের প্রদর্শনী খুবই মজার এবং এর মধ্যে বেশ তাত্পর্য রয়েছে। আশা করি, ভবিষ্যতে এমন ধরণের সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মসূচী আরও আয়োজন করবে। এটি দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা এবং চীন ও ভারতের মৈত্রী ত্বরান্বিতকরণে ইতিবাচক বন্ধনমূলক ভূমিকা পালন করবে।

জানা গেছে, এবারের আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে 'চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী' উপলক্ষে আয়োজিত সকল উদযাপনী অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটি কর্মসূচী। আশা করি, চীন ও ভারতের জনগণের পারস্পরিক সমঝোতা ও দু'দেশের মৈত্রী গভীর গড়ে তোলার জন্য আরও বেশি সাংস্কৃতিক বিনিময় তত্পরতা অব্যাহতভাবে আয়োজন করা হবে।-- ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040