Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতির প্রচারক এসপেরানতো পন্ডিত লিউ পাও কুও
  2011-03-23 16:38:04  cri

লিউ পাও কুও স্মরণ করে বলেন, একবার তিনি আন্তর্জাতিক এসপেরানতো ভাষা সমিতির সাবেক চেয়ারম্যান রোমান ডোব্রজিনস্কির সাথে চীনের আন হুই প্রদেশের চিউ হুয়া পর্বত ভ্রমণ করেন। সেখানকার রহস্যময় দৃশ্য এ বিদেশী বন্ধুর মনে গভীর ছাপ ফেলে। এ সম্পর্কে তিনি বলেন:

"জনাব রোমান হচ্ছেন পোলিশ টেলিভিশন কেন্দ্রের একজন বিখ্যাত আলোকচিত্রী। সুতরাং, তিনি ছবি তোলার একজন দক্ষ মানুষ। তিনি বিস্তারিতভাবে চিউ হুয়া পর্বতের দৃশ্যের ছবি তোলেন।"

স্পেনের এসপেরানতো ভাষা লীগের সাবেক চেয়ারম্যান অ্যাগুস্তো কাস্কুয়েরো লিউ পাও কুও'র সাথে অনেক জনপ্রিয় স্থান ভ্রমণ করেন। অধ্যাপক লিউ সম্পর্কিত আলোচনায় অ্যাগুস্তো তাঁর বেশ প্রশংসা করে বলেন:

"অধ্যাপক লিউ ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির প্রচারে ভীষণ প্রচেষ্টা চালিয়েছেন। শুধু পোল্যান্ডেই চীনা সংস্কৃতি প্রসঙ্গে তিনি বহুবার এসপেরানতো ভাষায় বক্তব্য রেখেছেন। পশ্চিমা বিশ্বে চীনা সংস্কৃতির প্রচারে ক্ষেত্রে দীর্ঘকালের ঘাটতি রয়েছে। তবে অধ্যাপক লিউ থাকার কারণে এ ক্ষেত্রে আমি অনেক বিষয়ে জানতে সক্ষম হয়েছি। যখন তিনি চীনের বর্ণনা দেন, তখন আপনি উপলব্ধি করতে পারবেন, বাস্তব চীন কেমন এবং বাস্তব চীনা সংস্কৃতি কী কী।"

এসপেরানতো ভাষা ছাড়া এখন অধ্যাপক লিউ পাও কুও স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা করছেন। তিনি মনে করেন, স্প্যানিশ ও এসপেরানতো ভাষার মধ্যে বেশ মিল রয়েছে। দুটোই ল্যাটিন ভাষা থেকে এসেছে। এ বৈশিষ্ট্যের কারণে তিনি স্প্যানিশ সহজেই বুঝাতে পারেন। কেন তিনি এ ভাষা শিখছেন - জিজ্ঞেস করলে, অধ্যাপক লিউ পাও কুও'র উত্তর: "এ ভাষাতো আরো শক্তিশালী। এ ভাষা শেখা হচ্ছে শুধু বিদেশিদের সাথে পরিচিত হওয়ার এবং তাঁদেরকে চীন দেশ ও চীনা সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য।"

অধ্যাপক লিউ পাও কুও'র চীনা সংস্কৃতি প্রচার সম্পর্কিত অভিজ্ঞতা একটু মজার বলেই মনে হয়। তবে চীনা সংস্কৃতির লালন-পালনের পথে সাংস্কৃতিক পার্থক্য-সৃষ্ট গুরুতর বাধা মোকাবিলা করার ব্যাপারে তিনি পুরোপুরি আস্থাবান।–ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040