|
||||||||||||||||||||||||||||

বন্ধুরা, চীনা সংস্কৃতি সুপ্রাচীন এবং এর শেকড় সুগভীরে প্রোথিত। বিশ্ব সভ্যতার নদীতে চীনা সংস্কৃতির রঙ কখনো ধুসর হয়না; বরং সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন এবং তেজি হয়ে উঠে। তবে বিশ্বমঞ্চে চীনা সংস্কৃতিকে কীভাবে এক সহজগ্রাহ্য সংস্কৃতি হিসেবে তুলে ধরা যায় সেটা চীনের সাংস্কৃতিক কর্মীদের নিরলস প্রচেষ্টা ও অনুসন্ধানের এক অভীন্ন লক্ষ্য। চীনা সংস্কৃতি জানায় বিশ্বকে সহায়তা দেয়ার প্রক্রিয়ায় অনেকেরই স্ববৈশিষ্ট্যসম্পন্ন উপায় রয়েছে। এসপেরানতো ভাষার পন্ডিত লিউ পাও কুও হচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন।

"পোল্যান্ডে যাওয়ার পর একটি ব্যাপারে আমি খুব অবাক হই। পোলিশ নাগরিকের সাথে আড্ডা দেয়ার সময় তাদের অনেকেই আমাকে বলেন 'তাদের পূর্বপুরুষ চীনা মানুষ'। যদি কেবল একজন পোলিশ নাগরিক আমাকে এ কথা বলতেন, তাহলে আমি মনে করতাম, এটি হয়তো বন্ধুত্ব প্রকাশের জন্য। কিন্তু অনেকেই একই কথা আমাকে বলেন। আমার মনে হয়, এটি চীনা বৌদ্ধ ধর্ম ও চীনা সংস্কৃতির অনুপ্রবেশ।"

বর্তমানে চীনের অন্তঃর্মঙ্গোলিয়ার পো থৌ শহরের থিয়ান চিয়া পিন মাধ্যমিক বিদ্যালয় ও অন্তঃর্মঙ্গোলিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক লিউ পাও কুও এসপেরানতো ভাষার কারণে বিশ্বের বিভিন্ন দেশের চীনা সংস্কৃতি অনুরাগীদের কাছে সুপরিচিত। স্কাইপের সাহায্যে বিভিন্ন দেশের নেট ব্যবহারকারীর সঙ্গে এসপেরানতো ভাষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে অধ্যাপক লিউ পাও কুও তাদেরকে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। সুতরাং, তাঁকে চীনা সংস্কৃতির মুখপাত্র বলে মনে করে অনেক বিদেশী বন্ধু। তাঁরা লিউ পাও কুওকে একসাথে চীনের বিখ্যাত সাংস্কৃতিক দৃশ্য-অঞ্চলে ভ্রমণের আমন্ত্রণ জানান।



| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |