|
ইউরোপের তরুণ-তরুণী ফোরামের চেয়ারম্যান হিসেবে স্লোভাকিয়ার পিটার মাজাসিক বহুবার চীনে আসলেও কুই চৌ প্রদেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ জাতি সংস্কৃতি এবং অধিবাসীদের আতিথেয়তা সব তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। 'মিয়াও' জাতির রীতি-নীতি দর্শন করার সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় পর্যটন উন্নয়ন, উত্তরাধিকার ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সমস্যার ওপর বেশ গুরুত্ব আরোপ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:
" উন্নয়ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে একটি মূলবান জিনিস হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য। এর ওপর আমাদের উচিত ভালভাবে সংরক্ষণ করা"।
'চীন ও ইউরোপের তরুণ-তরুণী বিনিময় বর্ষ' হচ্ছে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও ইউরোপীয় ইউনিয়ন কমিটির চেয়ারম্যান হোসে ম্যানুয়েল বারোসোর যৌথ উদ্যোগে চীন সরকার ও ই ইউ'র প্রথমবারের মতো উদ্যোগ নেয়া তরুণ-তরুণীদের বিনিময় কর্মসূচী। এ তত্পরতার লক্ষ্য হচ্ছে চীন ও ইউরোপের তরুণ-তরুণীদের পারস্পরিক সমঝোতা গভীর করা এবং পরস্পরের মৈত্রীকে জোরদার করা। অন্যালেসিয়া সারেন্তোলা হচ্ছেন ইউরোপের তরুণ-তরুণী সংবাদমাধ্যম ফোরামের একজন সদস্য। একজন সংবাদদাতা হিসেবে তিনি নিজের পক্ষ থেকে চীন ও ইউরোপের তরুণ-তরুণীদের পক্ষে সাংস্কৃতিক বিনিময় সম্পর্কে নিজের প্রস্তাব উত্থাপন করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:
" চীন ও ইউরোপের জন্য উভয়ের পারস্পরিক সমঝোতা খুবই দরকার। আমরা আশা করি, প্রতিপক্ষের কাছ থেকে সংশ্লিষ্ট নতুন জিনিস শিখতে পারবো। এ বছর হচ্ছে চীন ও ইউরোপের তরুণ-তরুণী বিনিময় বর্ষ। এ সুযোগের কল্যাণে সংবাদমাধ্যমের সহযোগিতা করা দরকার। এর মধ্য দিয়ে আরও বেশি ইউরোপীয় তরুণ সংবাদদাতা চীনের জাতীয় স্ববৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতির সৌন্দর্যকে অনুভব করতে পারবেন"।
এ ছাড়া কুই চৌ প্রদেশের অর্থনৈতিক গঠনকাজও এবারের তত্পরতার নিদর্শন হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সব তরুণ-তরুণী প্রতিনিধিরা কুই চৌ প্রদেশের কুই ইয়াং শহরের নতুন উচ্চ প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল পরিদর্শন করেন। এর মধ্যে ইলেক্ট্রোনিক তথ্য, জীব বিজ্ঞান প্রকল্প ও নতুন জ্বালানিসহ হাইটেক পণ্য ইতোমধ্যেই কুই চৌ প্রদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি সবচেয়ে তেজীয়ান অংশে পরিণত হয়েছে। ডেনমার্কের অর্থ মন্ত্রণালয়ের উন্নয়ন কৌশল গবেষণাগারের কর্মী পিটার টপ ম্যাডসেন বলেন:
"আমরা কুই ইয়াং শহরের নতুন উচ্চ প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলগুলো পরিদর্শন করেছি। আমার চোখে চীনের দ্রুত উন্নয়ন সংক্রান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এখন সত্যের মত প্রমাণিত"।--ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |