Web bengali.cri.cn   
চীন ও ইউরোপের তরুণ-তরুণী বিনিময় বর্ষের সূচনা হয়েছে
  2011-03-09 16:39:29  cri

সারুনাস ফ্রোলেন্কো হচ্ছেন লিথুয়ানিয়ার তরুণ-তরুণী পরিষদের চেয়ারম্যান। এর আগে তিনি শুধু পর্যটন ম্যাগজিন থেকে চীন দেশ সম্পর্কে সামান্য কিছু জানতে পেরেছিলেন। সুতরাং চীন দেশ তাঁর কাছে শুধু একটি অস্পষ্ট ধারণার দেশ বলে মনে হতো। তিনি কখনও ভাবতে পারেন নি যে, এ বছর তিনি চীনে আসার সুযোগ পেয়ে খুব কাছে থেকে চীনকে জানতে পারবেন।

গেল ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সারুনাস ইউরোপের ২৭টি দেশের ৭০জনেরও বেশি প্রতিনিধির সঙ্গে 'চীন ও ইউরোপের তরুণ-তরুণী বিনিময় বর্ষ ২০১১'-এর প্রথম দলের প্রতিনিধি হিসেবে চীনে এসেছিলেন সপ্তাহব্যাপী সফরে। এবারের তত্পরতা সম্পর্কিত আলোচনাকালে সারুনাস চীন সম্পর্কে নিজের আবেগপূর্ণ মনোভাব প্রকাশ করেন। এ সম্পর্কে তিনি বলেন:

"এবারের তত্পরতা খুবই গুরুত্বপূর্ণ। তরুণ-তরুণীরা হচ্ছে ভবিষ্যতে একটি সমাজের কর্ণধার। তাদের মধ্যে পারস্পরিক বিনিময় ও যোগাযোগও তাই খুবই গুরুত্বপূর্ণ। এমন ধরণের তত্পরতা চীন ও ইউরোপের তরুণ-তরুণীদের মধ্যে আরও সুন্দর পারস্পরিক সমঝোতার জন্য বিশেষভাবে সহায়ক"।

পেইচিংয়ে অনুষ্ঠিত চীন ও ইউরোপের তরুণ-তরুণী বিনিময় বর্ষ সংক্রান্ত চীনা পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পর এ সব তরুণ-তরুণী তাদের এবারের সফরের প্রধান গন্তব্যস্থল----চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুই চৌ প্রদেশে গেছেন। এখানে রয়েছে ৫০টি সংখ্যালঘু জাতির অধিবাসী। এখানে এসে প্রত্যেকটি তরুণ-তরুণী নিজের মত করে কুই চৌ প্রদেশের বর্ণনা করছেন।

বেশি সংখ্যালঘু জাতি অধ্যূষিত একটি অঞ্চল হিসেবে 'ছিয়ান তুং নান চৌ' স্থানীয় রীতি-নীতি ও বৈচিত্র্যময় দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি শ্রিক চীনা ভাষা বলতে পারেন। এর আগে চীনা ভাষা শেখার জন্যও তিনি বহুবার চীনে এসেছিলেন। সুতরাং, অন্যান্য প্রতিনিধির চোখে শ্রিক ইতোমধ্যেই একজন চীনায় পরিণত হয়েছেন। তবে 'মিয়াও' জাতির দৃশ্য দেখে শ্রিকও অনেক অবাক হয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন:

"আমি এ গ্রাম অনেক পছন্দ করি। এখানকার ঐতিহ্যবাহী স্থাপত্যও আমার দারুণ পছন্দ। একই সঙ্গে এখানকার অধিবাসীর জীবন-যাপনের পদ্ধতিতেও মজার মজার বিষয় উপভোগ করি"।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040