Web bengali.cri.cn   
লি সিয়াও লুং ও তাঁর 'চীনা মুসলমানতরুণ-তরুণী ওয়েবসাইট'
  2011-01-26 14:00:39  cri

বন্ধুরা, সাম্প্রতিক বছরগুলোতে চীনের ইন্টারনেট নেটওয়ার্ক দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্য দিয়েই অনেক রকমের বৈচিত্র্যময় ও স্ববৈশিষ্ট্যসম্পন্ন সেবাগত ওয়েবসাইটও তৈরি হয়েছে। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে আমরা 'চীনা মুসলমান তরুণ-তরুণী ওয়েবসাইটের' প্রতিষ্ঠাতা লি সিয়াও লুংয়ের গল্প শোনাবো আপনাদেরকে।

২৮ বছর বয়সী লি সিয়াও লুং চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কান সু প্রদেশের থিয়ান সু শহরের এক হুই জাতির মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে পেইচিংয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করার পর তিনি এক প্রকাশনা সংস্থায় চাকরি নেন। চাকরির সঙ্গে সঙ্গে তিনি ২০০৭ সালে 'চীনা মুসলমান তরুণ-তরুণী ওয়েবসাইট' গড়ে তুলতে শুরু করেন। এ সম্পর্কে লি সিয়াও লুং বলেন:

"আমার লক্ষ্য হচ্ছে চীনা মুসলমান তরুণ-তরুণীদের চেতনা তুলে ধরা, যাতে সকলকে আরো ব্যাপক ও বাস্তবসম্মতভাবে ইসলাম ধর্ম সম্পর্কে জানানো যায়।"

তিনি মনে করেন, ২০০১ সালে সংঘটিত '১১ সেপ্টেম্বরের' দুর্ঘটনায় অনেকেই মুসলমান বিশ্ব ও মুসলমানদেরকে ভুল বোঝেন। একজন দায়িত্ববোধসম্পন্ন মুসলমান তরুণ হিসেবে লি সিয়াও লুং আরো বেশি মানুষের কাছে ইসলাম ও মুসলমান সম্পর্কিত সত্যি, বাস্তব ও সমৃদ্ধ তথ্য পৌঁছে দিতে আগ্রহী। তিনি মনে করেন, মুসলমান ও অমুসলমান তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন রকমের বন্ধুত্ব গঠনমূলক কার্যক্রমের আয়োজন করার এবং সামাজিক কল্যাণকর বিষয়ে সক্রিয়ভাবে যোগ দেয়ার মধ্য দিয়ে মুসলমানদের প্রকৃত ও ইতিবাচক ভাবমুর্তি প্রতিফলিত হবে। এ লক্ষ্যে তিনি 'চীনা মুসলমান তরুণ-তরুণী ওয়েবসাইট' গড়ে তুলেছেন। তবে এর শুরুর দিকে তিনি কিছু সংকটে পড়েছিলেন। এ সম্পর্কে তিনি বলেন:

"প্রথমে আমার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব আমাকে বুঝতে পারতেন না। তাঁরা মনে করতেন, এটি একটি কষ্টকর ব্যাপার। এর মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব হয় না এবং এ কাজে অনেক সময় লাগে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থ সমস্যা। এটি আমাদের জন্য সবচেয়ে সমস্যা হয়ে দেখা দেয়।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040